প্রতিনিধি, উত্তরা (ঢাকা)
দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। বেশ কিছু দিন ধরে মৃত্যু দুই শর আশপাশেই থাকছে। আজ গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের পর ১৪ দিনের জন্য কঠোরতম বিধিনিষেধ দিয়েছে সরকার। রাজধানীসহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। চলছে ভ্রাম্যমাণ আদালত।
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। শহরের কর্মস্থল ছেড়ে গ্রামের চলে যাচ্ছে অনেকে। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট আর ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে রুটি রুজির প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারছেন না অনেকে।
আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় কথা হয় ময়মনসিংহগামী মো. আবুবক্কর সিদ্দিকের সঙ্গে। তিনি বলেন, তিন দিন ধরে না খেয়ে মহাখালীর বাসায় ছিলাম। এক মাস হলো চাকরি নাই। আর পারছি না। তাই সকাল ১১টার দিকে মহাখালী থেকে পায়ে হেঁটে গ্রামের যাওয়ার জন্য রওনা দিয়েছি। বাড়িতে না গেলে আমাকে কে খাওয়াবে!
যানবাহন বন্ধ থাকার কারণেও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম আয়ের তাঁরা পড়েছেন বিপাকে। মোটরসাইকেলে করে অসুস্থ পিতাকে নিয়ে আবদুল্লাহপুরে এসেছেন সিরাজ। তিনি বলেন, সিএমএইচে বাবাকে ডায়ালাইসিস করে গাজীপুরের পোড়াবাড়িতে যাচ্ছি। কোনো গাড়ি না পাওয়ায় মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছি।’
দক্ষিণখান থেকে একই মোটরসাইকেলে তিনজন নিয়ে এসেছেন নাজমুল। তিনি বলেন, গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালিতে দাদি মারা গেছেন। কোনো গাড়ি নাই। তাই আমরা মোটরসাইকেলে করেই গ্রামে যাচ্ছি।
গলায় সবুজ বাংলা টিভির কার্ড, মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে পাঠাও চালাচ্ছেন রাজু আহমেদ। আবদুল্লাহপুরে যাত্রী তোলার সময় পুলিশ তাঁকে আটক করে। তখন তিনি আজকের পত্রিকাকে বলেন, আমি সবুজ, বাংলা টিভির চিফ রিপোর্টার। মাঝে মাঝে পাঠাও চালাই। তাই মোটরসাইকেলে যাত্রী তুলেছিলাম।
রাজধানীর আজমপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট এম আব্দুল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য দিনের তুলায় আজকে গাড়ির চাপ একটু বেশি। এসব যাত্রীদের বেশির ভাগ চিকিৎসা সেবায় নিয়োজিত অথবা চিকিৎসার জন্য বের হয়েছেন। এ ছাড়া বিদেশগামী যাত্রীও রয়েছেন। তবে যারা ঘুরতে ও বাজার করতে বের হচ্ছে তাদের মামলা দিচ্ছি।’
দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। বেশ কিছু দিন ধরে মৃত্যু দুই শর আশপাশেই থাকছে। আজ গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের পর ১৪ দিনের জন্য কঠোরতম বিধিনিষেধ দিয়েছে সরকার। রাজধানীসহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। চলছে ভ্রাম্যমাণ আদালত।
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। শহরের কর্মস্থল ছেড়ে গ্রামের চলে যাচ্ছে অনেকে। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট আর ভ্রাম্যমাণ আদালতের অভিযানের কারণে রুটি রুজির প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারছেন না অনেকে।
আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় কথা হয় ময়মনসিংহগামী মো. আবুবক্কর সিদ্দিকের সঙ্গে। তিনি বলেন, তিন দিন ধরে না খেয়ে মহাখালীর বাসায় ছিলাম। এক মাস হলো চাকরি নাই। আর পারছি না। তাই সকাল ১১টার দিকে মহাখালী থেকে পায়ে হেঁটে গ্রামের যাওয়ার জন্য রওনা দিয়েছি। বাড়িতে না গেলে আমাকে কে খাওয়াবে!
যানবাহন বন্ধ থাকার কারণেও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম আয়ের তাঁরা পড়েছেন বিপাকে। মোটরসাইকেলে করে অসুস্থ পিতাকে নিয়ে আবদুল্লাহপুরে এসেছেন সিরাজ। তিনি বলেন, সিএমএইচে বাবাকে ডায়ালাইসিস করে গাজীপুরের পোড়াবাড়িতে যাচ্ছি। কোনো গাড়ি না পাওয়ায় মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছি।’
দক্ষিণখান থেকে একই মোটরসাইকেলে তিনজন নিয়ে এসেছেন নাজমুল। তিনি বলেন, গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালিতে দাদি মারা গেছেন। কোনো গাড়ি নাই। তাই আমরা মোটরসাইকেলে করেই গ্রামে যাচ্ছি।
গলায় সবুজ বাংলা টিভির কার্ড, মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে পাঠাও চালাচ্ছেন রাজু আহমেদ। আবদুল্লাহপুরে যাত্রী তোলার সময় পুলিশ তাঁকে আটক করে। তখন তিনি আজকের পত্রিকাকে বলেন, আমি সবুজ, বাংলা টিভির চিফ রিপোর্টার। মাঝে মাঝে পাঠাও চালাই। তাই মোটরসাইকেলে যাত্রী তুলেছিলাম।
রাজধানীর আজমপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট এম আব্দুল মুমিন আজকের পত্রিকাকে বলেন, ‘অন্যান্য দিনের তুলায় আজকে গাড়ির চাপ একটু বেশি। এসব যাত্রীদের বেশির ভাগ চিকিৎসা সেবায় নিয়োজিত অথবা চিকিৎসার জন্য বের হয়েছেন। এ ছাড়া বিদেশগামী যাত্রীও রয়েছেন। তবে যারা ঘুরতে ও বাজার করতে বের হচ্ছে তাদের মামলা দিচ্ছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে