দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
‘এই সড়ক নিয়ে অনেক আশা ছিল আমাদের। কিন্তু সড়ক নির্মাণকাজে যেই খোয়া দেওয়া হয়েছে তা চুলার লাল মাটির থেকেও নরম। পায়ের গোড়ালির আঘাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এ শুধু খোয়া ভেঙে যাওয়া নয়, আমাদের স্বপ্নও ভেঙে যাচ্ছে এসব অনিয়ম আর দুর্নীতিতে।’
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতলা-ভরনপাড়া-চশই সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ মান নিয়ে কথাগুলো বলছিলেন ওই এলাকার বাসিন্দা ভরপাড়া গ্রামের আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস।
আজ বুধবার সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। শুধু আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস নয়, মারুকা ইউনিয়ন পরিষদ এলাকার এ সড়ক নিয়ে আরও অনেকের অভিযোগ, রাস্তা তৈরির নামে এখানে চলছে পুকুর চুরি। নিম্নমান ও নম্বরবিহীন এবং রাস্তার পুরোনো এসব ইটের খোয়া ব্যবহার করছে ঠিকাদার। তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন চোখের সামনে ভেস্তে যাচ্ছে। দেখার কেউ নেই।
স্থানীয়রা জানান, সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার নিয়ে বাধা দিলেও শুনছেন না ঠিকাদারের লোকজন। শাহজাহান নামের এক পথচারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার কাজের গতি ধীর। তারপর আবার দেওয়া হচ্ছে নিম্নমানের খোয়া, যা চুলার মাটির চেয়েও নরম। পা দিয়ে চাপ দিলেই ভেঙে যায়। আমাদের এলাকার চুলার মাটিও এসব খোয়ার চেয়ে ভালো।’
অটোরিকশাচালক কবির বলেন, ‘আমাদের দুর্দশা দূর করতে রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ঠিকাদারের দুর্নীতির কারণে আমরা এর সুফল থেকে বঞ্চিত হব। নম্বরবিহীন ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে। এ রাস্তা বেশি দিন টিকবে কীভাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
মারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম শাজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি ঠিকাদারের লোকজনকে একাধিকবার বললেও শোনেনি। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের মালিক আমিনুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোন করার পর তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলব।’
দাউদকান্দি উপজেলা প্রকৌশলী খন্দকার আফসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চক্রতলা-চশই সড়কটি প্রায় ৬৫ লাখ ব্যয়ে সংস্কার কাজ চলছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের মৌখিক অভিযোগ পেয়েছি। সরেজমিনে লোক পাঠিয়েছি। সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
‘এই সড়ক নিয়ে অনেক আশা ছিল আমাদের। কিন্তু সড়ক নির্মাণকাজে যেই খোয়া দেওয়া হয়েছে তা চুলার লাল মাটির থেকেও নরম। পায়ের গোড়ালির আঘাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এ শুধু খোয়া ভেঙে যাওয়া নয়, আমাদের স্বপ্নও ভেঙে যাচ্ছে এসব অনিয়ম আর দুর্নীতিতে।’
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতলা-ভরনপাড়া-চশই সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ মান নিয়ে কথাগুলো বলছিলেন ওই এলাকার বাসিন্দা ভরপাড়া গ্রামের আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস।
আজ বুধবার সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। শুধু আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস নয়, মারুকা ইউনিয়ন পরিষদ এলাকার এ সড়ক নিয়ে আরও অনেকের অভিযোগ, রাস্তা তৈরির নামে এখানে চলছে পুকুর চুরি। নিম্নমান ও নম্বরবিহীন এবং রাস্তার পুরোনো এসব ইটের খোয়া ব্যবহার করছে ঠিকাদার। তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন চোখের সামনে ভেস্তে যাচ্ছে। দেখার কেউ নেই।
স্থানীয়রা জানান, সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার নিয়ে বাধা দিলেও শুনছেন না ঠিকাদারের লোকজন। শাহজাহান নামের এক পথচারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার কাজের গতি ধীর। তারপর আবার দেওয়া হচ্ছে নিম্নমানের খোয়া, যা চুলার মাটির চেয়েও নরম। পা দিয়ে চাপ দিলেই ভেঙে যায়। আমাদের এলাকার চুলার মাটিও এসব খোয়ার চেয়ে ভালো।’
অটোরিকশাচালক কবির বলেন, ‘আমাদের দুর্দশা দূর করতে রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ঠিকাদারের দুর্নীতির কারণে আমরা এর সুফল থেকে বঞ্চিত হব। নম্বরবিহীন ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে। এ রাস্তা বেশি দিন টিকবে কীভাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
মারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম শাজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি ঠিকাদারের লোকজনকে একাধিকবার বললেও শোনেনি। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের মালিক আমিনুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোন করার পর তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলব।’
দাউদকান্দি উপজেলা প্রকৌশলী খন্দকার আফসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চক্রতলা-চশই সড়কটি প্রায় ৬৫ লাখ ব্যয়ে সংস্কার কাজ চলছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের মৌখিক অভিযোগ পেয়েছি। সরেজমিনে লোক পাঠিয়েছি। সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৮ মিনিট আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরের রোহিতায় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের পুকুর থেকে এক কিশোরীর (১৩) লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কিশোরীর বাবা মাওলানা আইনুল হক নিজেই মেয়েকে দোকান থেকে রুটি চুরির অপরাধে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে ঠিক করা হয়েছে, অতিসত্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিমানবন্দরের...
১ ঘণ্টা আগে