কুবি প্রতিনিধি
আবাসন, সেমিস্টারসহ সব ধরনের ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে দুপুরে এই মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা ফি বাড়ানোর প্রতিবাদ জানানোর পাশাপাশি আরও কিছু দাবি তুলে ধরেন।
মানববন্ধনে অংশ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ‘উন্নয়ন ফির নামে যে ফি বাড়ানো হচ্ছে, সেই ফি দিতে শিক্ষার্থীরা সক্ষম কিনা না তা বিবেচনা করেনি প্রশাসন। অতিরিক্ত এই টাকা কোন খাতে ব্যবহার হবে, তাও জানানো হয়নি। এ ব্যাপারে প্রশাসনকে তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। মান উন্নয়নের নামে ফি বৃদ্ধি করা হয়েছে, তা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাচ্ছে। এখানে আবাসন ফি বাড়ানো হচ্ছে অথচ বেশির ভাগ শিক্ষার্থীরই আবাসন ব্যবস্থা নেই।’
বাংলা বিভাগের শিক্ষার্থী তাওহীদ হোসেন সানি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদেশ জারি করেছে, যেখানে প্রতিটি সেমিস্টার ও ভর্তির সময় টাকা বাড়ানো হয়েছে। যা অযৌক্তিক ও অযাচিত। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত। এই ফি বৃদ্ধি শিক্ষার্থীদের ওপর চাপ বাড়াবে। তা ছাড়া হলের ফি ১০০ টাকা থেকে ১৫০ টাকা করা হলো। অথচ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সেবার মান নিশ্চিত না করে ফি বাড়ানো গ্রহণযোগ্য নয়।’
বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী আবু নাঈম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজের উপার্জনের মাধ্যমে লেখাপড়ার খরচ চালিয়ে থাকেন। টিউশন, কোচিং সেন্টার কিংবা খণ্ডকালীন চাকরি আমাদের উপার্জনের মাধ্যম। যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে, সেখানে এভাবে ফি বৃদ্ধি কতটা যৌক্তিক। প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিতে হবে।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি, আবাসন ও সেমিস্টার ফিসহ সব ধরনের ফি বাড়ানো হয়। গত ১৭ অক্টোবর রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আবাসন, সেমিস্টারসহ সব ধরনের ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে দুপুরে এই মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা ফি বাড়ানোর প্রতিবাদ জানানোর পাশাপাশি আরও কিছু দাবি তুলে ধরেন।
মানববন্ধনে অংশ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ‘উন্নয়ন ফির নামে যে ফি বাড়ানো হচ্ছে, সেই ফি দিতে শিক্ষার্থীরা সক্ষম কিনা না তা বিবেচনা করেনি প্রশাসন। অতিরিক্ত এই টাকা কোন খাতে ব্যবহার হবে, তাও জানানো হয়নি। এ ব্যাপারে প্রশাসনকে তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। মান উন্নয়নের নামে ফি বৃদ্ধি করা হয়েছে, তা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাচ্ছে। এখানে আবাসন ফি বাড়ানো হচ্ছে অথচ বেশির ভাগ শিক্ষার্থীরই আবাসন ব্যবস্থা নেই।’
বাংলা বিভাগের শিক্ষার্থী তাওহীদ হোসেন সানি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদেশ জারি করেছে, যেখানে প্রতিটি সেমিস্টার ও ভর্তির সময় টাকা বাড়ানো হয়েছে। যা অযৌক্তিক ও অযাচিত। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত। এই ফি বৃদ্ধি শিক্ষার্থীদের ওপর চাপ বাড়াবে। তা ছাড়া হলের ফি ১০০ টাকা থেকে ১৫০ টাকা করা হলো। অথচ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। সেবার মান নিশ্চিত না করে ফি বাড়ানো গ্রহণযোগ্য নয়।’
বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী আবু নাঈম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজের উপার্জনের মাধ্যমে লেখাপড়ার খরচ চালিয়ে থাকেন। টিউশন, কোচিং সেন্টার কিংবা খণ্ডকালীন চাকরি আমাদের উপার্জনের মাধ্যম। যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে, সেখানে এভাবে ফি বৃদ্ধি কতটা যৌক্তিক। প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিতে হবে।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি, আবাসন ও সেমিস্টার ফিসহ সব ধরনের ফি বাড়ানো হয়। গত ১৭ অক্টোবর রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
অ্যাম্বুলেন্সটি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোকের রোগী লিটনকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্ছিল। পথে ডাকাতরা পিপুলবাড়িয়া মাঠে থাকা যাত্রী ছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করে। এরপর ৫-৬ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্সটির চালক ও যাত্রীদের জিম্মি করে।
১৬ মিনিট আগেবর্তমানে বিদ্যালয়ের দখলে থাকা ৫০ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ সহকারী শিক্ষক ফাতেমা খাতুন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি দাবি করেন, এই জমি তার চাচা শ্বশুর জাফর আলীর কাছ থেকে কেনা। অন্যদিকে, বিদ্যালয়ের বাকি ২৫ শতাংশ জমি এবং ভবন তার শ্বশুর আশ্রব আলীর নামে রয়েছে।
৪২ মিনিট আগেসনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট...
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।
২ ঘণ্টা আগে