কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গত চার দিন টানা বৃষ্টি ও উজানের পানিতে গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুমিল্লা উপজেলাসহ দেবীদ্বার ও বুড়িচং এলাকার নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শত শত বাড়িঘর পানিতে ডুবে গেছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।
প্রশাসন থেকে মাইকিং করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে। কিছু কিছু এলাকার মানুষকে আসবাব নিয়ে অন্যত্র যেতে দেখা গেছে।
গোমতীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় কুমিল্লা সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোমতীর চরের চার হাজার একর ফসলি জমির সবজি খেত প্লাবিত হয়েছে। এদিকে ভারী বর্ষণে কুমিল্লা নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান আজকের পত্রিকাকে জানান, গত ১৭ আগস্ট থেকে ২০ আগস্ট চার দিনে কুমিল্লায় ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৭৯ মিলিমিটার।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ভারতের ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তিস্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় গোমতী নদীর পানি প্রবাহ বেড়েছে। গোমতীতে গেল ১৫ বছরে উজান থেকে আসা এত পানি দেখা যায়নি। পানি উন্নয়ন বোর্ড গোমতীর দু তীরে নাজুক অবস্থায় থাকা স্থানগুলো মেরামতের কাজ করছে। এদিকে কুমিল্লা গোমতির বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো স্থানীয়রা বালুর বস্তা দিয়ে মেরামত করতে দেখা যায়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা আজকের পত্রিকাকে বলেন, কুমিল্লার গোমতী নদীর পানি সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার অংশে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িচং, দেবীদ্বারসহ বেশ কিছু উপজেলায় কিছুটা কম। তবে এখান দিয়ে পানির প্রবাহ কমলে অন্যদিক দিয়ে বেড়ে যায়।
তিনি আরও বলেন, সদরের পাঁচথুবি ও আমড়াতলী ইউনিয়নের জনসাধারণকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ওই এলাকার সব প্রাইমারি স্কুল, হাই স্কুল ও মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। শুকনো খাবার মজুতসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লায় গত চার দিন টানা বৃষ্টি ও উজানের পানিতে গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুমিল্লা উপজেলাসহ দেবীদ্বার ও বুড়িচং এলাকার নদী তীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শত শত বাড়িঘর পানিতে ডুবে গেছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।
প্রশাসন থেকে মাইকিং করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে। কিছু কিছু এলাকার মানুষকে আসবাব নিয়ে অন্যত্র যেতে দেখা গেছে।
গোমতীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় কুমিল্লা সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোমতীর চরের চার হাজার একর ফসলি জমির সবজি খেত প্লাবিত হয়েছে। এদিকে ভারী বর্ষণে কুমিল্লা নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান আজকের পত্রিকাকে জানান, গত ১৭ আগস্ট থেকে ২০ আগস্ট চার দিনে কুমিল্লায় ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৭৯ মিলিমিটার।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ভারতের ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তিস্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় গোমতী নদীর পানি প্রবাহ বেড়েছে। গোমতীতে গেল ১৫ বছরে উজান থেকে আসা এত পানি দেখা যায়নি। পানি উন্নয়ন বোর্ড গোমতীর দু তীরে নাজুক অবস্থায় থাকা স্থানগুলো মেরামতের কাজ করছে। এদিকে কুমিল্লা গোমতির বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো স্থানীয়রা বালুর বস্তা দিয়ে মেরামত করতে দেখা যায়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা আজকের পত্রিকাকে বলেন, কুমিল্লার গোমতী নদীর পানি সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার অংশে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িচং, দেবীদ্বারসহ বেশ কিছু উপজেলায় কিছুটা কম। তবে এখান দিয়ে পানির প্রবাহ কমলে অন্যদিক দিয়ে বেড়ে যায়।
তিনি আরও বলেন, সদরের পাঁচথুবি ও আমড়াতলী ইউনিয়নের জনসাধারণকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ওই এলাকার সব প্রাইমারি স্কুল, হাই স্কুল ও মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। শুকনো খাবার মজুতসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
পটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
৫ মিনিট আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
৮ মিনিট আগেখাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
১ ঘণ্টা আগে