Ajker Patrika

প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-আখাউড়া সীমান্তে জব্দ করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত
কুমিল্লা-আখাউড়া সীমান্তে জব্দ করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত ব্যাটালিয়নের অধীন কুমিল্লা জেলার শশীদল, সালদানদী ও সংকুচাইল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, খাদলা ও মাদলা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র মতে, এসব অভিযানে ৪৪ লাখ ৮০০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, অটোর পার্টস, বাসমতি চাল, ফুসকা, মেহেদি, শাড়ি এবং একটি গরু জব্দ করা হয়েছে।

আটক করা চোরাচালান পণ্য আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লা ও আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

তেল আবিবে মহাসমাবেশ: নেতানিয়াহুর নাম বলতেই মার্কিন দূতকে থামিয়ে দুয়োধ্বনি, ট্রাম্পের নামে স্লোগান

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তি

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত