কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে তাদের বাধা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের মারুফ শেখ এবং নারী শিক্ষার্থী একা তালুকদার হেনস্তার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
আন্দোলনে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকজন শিক্ষার্থী মারধর ও হেনস্তার শিকার হয়েছেন। তাঁরা অভিযোগ করেন ১০ জনের অধিক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর নেতৃত্বে আবু সাদাৎ মো. সায়েম ও ইকবাল খানসহ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী ছাত্র আন্দোলন চত্বর ও ব্লু ওয়াটার পার্কে রাস্তার মোড়ে হামলা চালায়। দুপুরের পর থেকে কোনো সিএনজিচালিত অটোরিকশা ক্যাম্পাস মুখে আসলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। আন্দোলনে যাচ্ছে বললে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বললে ফেরত পাঠিয়ে দেন তাঁরা।
ভুক্তভোগী শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ‘আমি ক্যাম্পাসে যাচ্ছিলাম। সে সময় ছাত্র আন্দোলন চত্বরে আমার সিএনজিচালিত অটোরিকশা পৌঁছালে তাঁরা থামিয়ে দেন এবং সিএনজি থেকে বের করে এলোপাতাড়ি আমাকে মারতে শুরু করেন।’
সেখান অবস্থানরত ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বললে জানান, তাঁরা জামায়াত বা সরকারবিরোধী যারা আছে তাদের প্রতিহত করতে অবস্থান নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথা বলার একপর্যায়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যেন হেনস্তা করা না হয়। আপনাদের কী কাজ সেটি আমরা জানি না, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে জামায়াত–শিবিরের নেতা-কর্মীরা সেখানে বিশৃঙ্খলা করতে পারে। তাই কেন্দ্রের নির্দেশে সেখানে অবস্থান নিয়েছি, যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে।’
কুবির সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মূল ফটকে একত্রিত হয়ে অবস্থান করছি। আমরা শুনেছি কয়েকজন শিক্ষার্থী হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। আমরা নির্দিষ্ট তথ্য এখনো পাইনি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে ব্যবস্থা নেবে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুবিসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছেন ৷
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে তাদের বাধা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের মারুফ শেখ এবং নারী শিক্ষার্থী একা তালুকদার হেনস্তার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
আন্দোলনে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকজন শিক্ষার্থী মারধর ও হেনস্তার শিকার হয়েছেন। তাঁরা অভিযোগ করেন ১০ জনের অধিক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর নেতৃত্বে আবু সাদাৎ মো. সায়েম ও ইকবাল খানসহ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী ছাত্র আন্দোলন চত্বর ও ব্লু ওয়াটার পার্কে রাস্তার মোড়ে হামলা চালায়। দুপুরের পর থেকে কোনো সিএনজিচালিত অটোরিকশা ক্যাম্পাস মুখে আসলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। আন্দোলনে যাচ্ছে বললে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বললে ফেরত পাঠিয়ে দেন তাঁরা।
ভুক্তভোগী শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ‘আমি ক্যাম্পাসে যাচ্ছিলাম। সে সময় ছাত্র আন্দোলন চত্বরে আমার সিএনজিচালিত অটোরিকশা পৌঁছালে তাঁরা থামিয়ে দেন এবং সিএনজি থেকে বের করে এলোপাতাড়ি আমাকে মারতে শুরু করেন।’
সেখান অবস্থানরত ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বললে জানান, তাঁরা জামায়াত বা সরকারবিরোধী যারা আছে তাদের প্রতিহত করতে অবস্থান নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথা বলার একপর্যায়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যেন হেনস্তা করা না হয়। আপনাদের কী কাজ সেটি আমরা জানি না, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে জামায়াত–শিবিরের নেতা-কর্মীরা সেখানে বিশৃঙ্খলা করতে পারে। তাই কেন্দ্রের নির্দেশে সেখানে অবস্থান নিয়েছি, যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে।’
কুবির সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মূল ফটকে একত্রিত হয়ে অবস্থান করছি। আমরা শুনেছি কয়েকজন শিক্ষার্থী হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। আমরা নির্দিষ্ট তথ্য এখনো পাইনি। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে ব্যবস্থা নেবে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুবিসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছেন ৷
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যসহ অন্য শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে সিনেট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলিম এ ঘোষণা দেন।
১৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ রাত সাড়ে ১০ টার দিকে মেয়েরা হল থেকে মিছিল নিয়ে বেড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
১৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আন্দোলনরত সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী আজ শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কয়েকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান।
২৮ মিনিট আগেদেড় দশকে পুলিশের যে ক্ষতি হয়েছে, তা আগামী ৫০ বছরেও পুনরুদ্ধার করা কঠিন বলে মন্তব্য করেছেন সাবেক আইজিপি নুরুল হুদা। তিনি বলেছেন, ‘বিগত দেড় দশকে পুলিশের যে ক্ষতি হয়েছে, তা আগামী ৫০ বছরেও পুনরুদ্ধার করা কঠিন।’
১ ঘণ্টা আগে