Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কম, স্বস্তিতে ঘরমুখী মানুষ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২৪, ১৫: ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কম, স্বস্তিতে ঘরমুখী মানুষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ কমে আসায় যানবাহনের সংখ্যাও গেল কয়েক দিন থেকে আজ কম রয়েছে। ফলে স্বস্তিতে ফিরছেন ঘরমুখী মানুষেরা। বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। 

গতকাল শনিবার রাতে যানবাহনের চাপ থাকলেও আজ ভোর থেকে যানবাহনের সংখ্যা কমে আসছে। মহাসড়কের কুমিল্লার এ অংশ দিয়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলার লাখ লাখ যাত্রী যাতায়াত করেন। 

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার দায়িত্বরত কর্মকর্তা কাউসার আহমেদ ও ময়নামতি হাইওয়ে থানার কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মহাসড়কে আজ যানবাহন খুব কম রয়েছে, ফলে চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশের টহল দল কাজ করে যাচ্ছে। 

মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, ময়নামতি ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ারবাজার, সুয়াগাজী, মিয়াবাজার, চৌদ্দগ্রাম ও চিওড়া রাস্তার মাথায় এলাকায় হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাগদান সারলেন এনসিপির হান্নান মাসউদ, কনে বাগছাসের নেত্রী

উচ্চদক্ষ কর্মীদের ভিসা ফি ৩০ হাজার থেকে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে যে ৮ পরামর্শ দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর

আবাসিক হোটেলে তিন বন্ধু, মিলল একজনের লাশ

দেড় বছরে পুলিশের যে ক্ষতি হয়েছে, ৫০ বছরেও পুনরুদ্ধার কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত