Ajker Patrika

কুমিল্লায় মার্চ মাসে ২৬৫ জন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৬: ৪৪
কুমিল্লায় মার্চ মাসে ২৬৫ জন গ্রেপ্তার

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে গত মাসে অস্ত্র, মাদক, চোরাচালানসহ বিভিন্ন মামলায় ২৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২৮টি চোরাই ও অবৈধ মোটরসাইকেল, প্রাইভেট কার, অস্ত্র, মাদক, ভারতীয় মালামালসহ বিভিন্ন পণ্য। আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মার্চ মাসে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮২২ কেজি গাঁজা জব্দ করা হয়। ফেনসিডিল ৩ হাজার ১১৮ বোতল, ইয়াবা ২৭ হাজার ৯৫ এবং ১২৮ বোতল অন্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ২২১টি মামলায় ২৫২ জনকে গ্রেপ্তার করা হয়। তিনটি অস্ত্র মামলায় তিনজনকে গ্রেপ্তারসহ একটি দোনলা পিস্তল, একটি পাইপগান, দুটি কার্তুজ, দুটি গুলি ও সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৯টি চোরাচালান মামলায় ১০ জন চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার ১৪১টি ভারতীয় শাড়ি-থ্রিপিস, ১৮০টি স্মার্ট মোবাইল ফোন, ৪২০ প্যাকেট সিগারেট, বিপুল পরিমাণ আতশবাজি ও বিভিন্ন স্টেশনারি সামগ্রীসহ দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। চোরাচালানকৃত মালামালের মোট মূল্য প্রায় ৭৬ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া বিশেষ অভিযানের মাধ্যমে ২৮টি চোরাই ও অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৌকীর-বিপাশা বিদেশে স্থায়ী হয়েছেন যে কারণে

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত