কক্সবাজার প্রতিনিধি
মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ি গহিন জঙ্গলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে টেকনাফের রঙ্গীখালী পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, এপিবিএন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে উদ্ধার করা হয় ২ হাজার ৫০টি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, অস্ত্র তৈরির যন্ত্রাংশ, রামদা, ছুরি, চাকু ও কিরিচ।
বৃহস্পতিবার বিকেলে অভিযান শেষে রঙ্গীখালী এলাকায় সংবাদ সম্মেলনে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান এসব তথ্য জানান। অপহরণে জড়িত ৩০ জনের একটি তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত তিন মাসে কক্সবাজার জেলায় ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০টির মতো ঘটনা টেকনাফ ও উখিয়া উপজেলায় সংঘটিত হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে র্যাবের অধিনায়ক বলেন, উপজেলা দুটিতে অপহরণকারীরা সাধারণত ভিকটিমদের উখিয়ার জালিয়াপালং, শামলাপুর, কুটুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়াপাড়ার গহিন অরণ্যে জিন্মি রাখে। এসব এলাকা দুর্গম হওয়ায় সন্ত্রাসী ও ডাকাত চক্র তাদের নিরাপদ আশ্রয় মনে করে। ফলে ওই এলাকার সন্ত্রাসী ও ডাকাতদের আস্তানা সমূলে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে র্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘর, কটেজ ও অপহরণকারীদের আস্তানা ধ্বংস করা হয়।
অপহরণকারী ও সন্ত্রাসীদের কঠোর বার্তা দেওয়াই অভিযানের উদ্দেশ্য বলে জানান র্যাবের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাসী ও ডাকাতেরা যাতে আর আস্তানা করতে না পারে সে জন্য নিয়মিত অভিযান চালানো হবে। অপহরণে জড়িত ৩০ জনের একটি তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি।
মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ি গহিন জঙ্গলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে টেকনাফের রঙ্গীখালী পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, এপিবিএন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে উদ্ধার করা হয় ২ হাজার ৫০টি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, অস্ত্র তৈরির যন্ত্রাংশ, রামদা, ছুরি, চাকু ও কিরিচ।
বৃহস্পতিবার বিকেলে অভিযান শেষে রঙ্গীখালী এলাকায় সংবাদ সম্মেলনে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান এসব তথ্য জানান। অপহরণে জড়িত ৩০ জনের একটি তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত তিন মাসে কক্সবাজার জেলায় ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০টির মতো ঘটনা টেকনাফ ও উখিয়া উপজেলায় সংঘটিত হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে র্যাবের অধিনায়ক বলেন, উপজেলা দুটিতে অপহরণকারীরা সাধারণত ভিকটিমদের উখিয়ার জালিয়াপালং, শামলাপুর, কুটুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়াপাড়ার গহিন অরণ্যে জিন্মি রাখে। এসব এলাকা দুর্গম হওয়ায় সন্ত্রাসী ও ডাকাত চক্র তাদের নিরাপদ আশ্রয় মনে করে। ফলে ওই এলাকার সন্ত্রাসী ও ডাকাতদের আস্তানা সমূলে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে র্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘর, কটেজ ও অপহরণকারীদের আস্তানা ধ্বংস করা হয়।
অপহরণকারী ও সন্ত্রাসীদের কঠোর বার্তা দেওয়াই অভিযানের উদ্দেশ্য বলে জানান র্যাবের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। তিনি বলেন, পাহাড়ে সন্ত্রাসী ও ডাকাতেরা যাতে আর আস্তানা করতে না পারে সে জন্য নিয়মিত অভিযান চালানো হবে। অপহরণে জড়িত ৩০ জনের একটি তালিকা তৈরির কথাও জানিয়েছেন তিনি।
র্যাবের পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
১০ মিনিট আগেসিলেটের জলাবনখ্যাত রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাতারগুল জলাবন এলাকা পরিদর্শন করেন।
১৭ মিনিট আগেনীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের কাজীপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০ মিনিট আগেনীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি (বিডি) লিমিটেড নামের কারখানার শ্রমিক অসন্তোষের ঘটনার নিরসন হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ওই অবসান ঘটে।
৩৭ মিনিট আগে