কক্সবাজার প্রতিনিধি
হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পালংখালী ময়নারঘোনা ১৮ নম্বর শিবিরের এইচ-৫৯ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম আশিক এলাহী (২৩)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারা, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা পুলিশ এখনো নিশ্চিত নয়।’
তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় আশিক এলাহী ঘর থেকে বের হন। রাতে ঘরে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও সন্ধান পাননি।
আজ সোমবার সকালে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকের পরিত্যক্ত জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় আশিকের মৃতদেহ উদ্ধার করে।’
ওসি বলেন, ‘নিহতের গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুন:
হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পালংখালী ময়নারঘোনা ১৮ নম্বর শিবিরের এইচ-৫৯ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম আশিক এলাহী (২৩)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারা, কি কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা পুলিশ এখনো নিশ্চিত নয়।’
তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় আশিক এলাহী ঘর থেকে বের হন। রাতে ঘরে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও সন্ধান পাননি।
আজ সোমবার সকালে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকের পরিত্যক্ত জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় আশিকের মৃতদেহ উদ্ধার করে।’
ওসি বলেন, ‘নিহতের গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুন:
বরিশাল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইয়্যেদ হোসেন বলেছেন, তাঁদের নেতা-কর্মীদের ওপর আবার হামলা হলে ছাত্রদলকেও ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে মুলাদী সরকারি কলেজ কর্নারে বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
২৬ মিনিট আগেত্রিশালে সড়কে গড়িয়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে অটো ভ্যানের ধাক্কায় আল রাফি খান (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন প্রসঙ্গে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ‘আমরা মনে করি, ভিসি ও প্রক্টর জামাতীকরণের মাধ্যমে নির্বাচনকে কলুষিত করেছে। আমরা মনে করি, এটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে।’ আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জে
৪১ মিনিট আগেরাজধানীর কদমতলী মুরাদপুর এলাকায় এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মুরাদপুরের হাজি লাল মিয়া সরদার রোড থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
১ ঘণ্টা আগে