কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি পালন নিয়ে দল দুটির মধ্য সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হ্নীলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হ্নীলা বাজার চত্বরে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ।
আহতদের মধ্যে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মাইন উদ্দিন, মোহাম্মদ সেলিমের নাম জানা গেছে। এ ছাড়া বিএনপির দুই নেতা-কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।
সরেজমিন হ্নীলা বাজারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বংশের নেতৃত্বে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী হ্নীলা বাজারের দক্ষিণ পাশে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ শুরু করে। অপর দিকে পথযাত্রা শুরু করে বিএনপি। কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হয় তারা। সংঘর্ষে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, দিনদুপুরে পূর্বপরিকল্পিত হামলা ও ফায়ারিং করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের হামলায় হ্নীলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ ১০-১২ জন গুরুতর আহত হয়েছেন। এদিকে বিএনপির নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের হামলায় তাঁদের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা বিএনপির সভাপতি মো. শাহাজাহান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা ও গুলি চালানো হয়। এতে আমাদের ১০-১২ জন নেতা-কর্মী আহত হন। সেই সঙ্গে আমার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা।’
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি শান্তি সমাবেশে হামলা চালিয়ে গুরুতর আহত করে স্থানীয় সন্ত্রাসী হিসেবে আবারও প্রমাণ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. শাহাজাহান চৌধুরী আজকের পত্রিকাকে জানান, শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বিএনপির ছয়-সাতজন নেতা-কর্মীকে আহত করেন। সেই সঙ্গে হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়।
এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার ঘটনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি নুরুল বশর, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এইচ এম ইউনুছ বাঙালি, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রমুখ।
কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি পালন নিয়ে দল দুটির মধ্য সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হ্নীলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হ্নীলা বাজার চত্বরে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ।
আহতদের মধ্যে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মাইন উদ্দিন, মোহাম্মদ সেলিমের নাম জানা গেছে। এ ছাড়া বিএনপির দুই নেতা-কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।
সরেজমিন হ্নীলা বাজারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বংশের নেতৃত্বে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী হ্নীলা বাজারের দক্ষিণ পাশে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ শুরু করে। অপর দিকে পথযাত্রা শুরু করে বিএনপি। কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হয় তারা। সংঘর্ষে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, দিনদুপুরে পূর্বপরিকল্পিত হামলা ও ফায়ারিং করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের হামলায় হ্নীলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ ১০-১২ জন গুরুতর আহত হয়েছেন। এদিকে বিএনপির নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের হামলায় তাঁদের একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা বিএনপির সভাপতি মো. শাহাজাহান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের কর্মসূচিতে হামলা ও গুলি চালানো হয়। এতে আমাদের ১০-১২ জন নেতা-কর্মী আহত হন। সেই সঙ্গে আমার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা।’
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগের পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি শান্তি সমাবেশে হামলা চালিয়ে গুরুতর আহত করে স্থানীয় সন্ত্রাসী হিসেবে আবারও প্রমাণ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. শাহাজাহান চৌধুরী আজকের পত্রিকাকে জানান, শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বিএনপির ছয়-সাতজন নেতা-কর্মীকে আহত করেন। সেই সঙ্গে হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়।
এদিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার ঘটনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি নুরুল বশর, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এইচ এম ইউনুছ বাঙালি, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রমুখ।
উজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৫ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৫ ঘণ্টা আগে