কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিপুল পরিমাণ হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র, গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে আটক করা হয়েছে। আজ রোববার ভোরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন (২৯), একই ক্যাম্পের এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), ৪ নম্বর ক্যাম্পের সি-৪ ব্লকের আব্দু সালামের ছেলে সৈয়দুল আমিন (৩০) ও ৭ নম্বর ক্যাম্পের এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো. হারুন (২২)।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
তিনি বলেন, উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২০ নম্বর বর্ধিত ক্যাম্পে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে খবর পেয়ে এপিবিএন পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান শুরু করে। এতে ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় চারজন দুর্বৃত্তকে আটক করতে সক্ষম।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, আটকেরা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। পরে আটকদের দেওয়া তথ্যমতে, আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে চারটি হ্যান্ডগ্রেনেড, দেশীয় তৈরি সাতটি বন্দুক, চার্জারসহ দুটি ওয়াকিটকি, ৯টি গুলি, হ্যান্ডগ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল, দুটি কিরিচ ও কয়েকটি হেলমেট জব্দ করা হয়।
অভিযানের ব্যাপারে বিস্তারিত তথ্য বিকেলে ১৪ এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের কাছে জানানো হবে বলে জানান পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে বিপুল পরিমাণ হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র, গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে আটক করা হয়েছে। আজ রোববার ভোরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন—উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন (২৯), একই ক্যাম্পের এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), ৪ নম্বর ক্যাম্পের সি-৪ ব্লকের আব্দু সালামের ছেলে সৈয়দুল আমিন (৩০) ও ৭ নম্বর ক্যাম্পের এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো. হারুন (২২)।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
তিনি বলেন, উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২০ নম্বর বর্ধিত ক্যাম্পে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে খবর পেয়ে এপিবিএন পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান শুরু করে। এতে ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় চারজন দুর্বৃত্তকে আটক করতে সক্ষম।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, আটকেরা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। পরে আটকদের দেওয়া তথ্যমতে, আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে চারটি হ্যান্ডগ্রেনেড, দেশীয় তৈরি সাতটি বন্দুক, চার্জারসহ দুটি ওয়াকিটকি, ৯টি গুলি, হ্যান্ডগ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল, দুটি কিরিচ ও কয়েকটি হেলমেট জব্দ করা হয়।
অভিযানের ব্যাপারে বিস্তারিত তথ্য বিকেলে ১৪ এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের কাছে জানানো হবে বলে জানান পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
উজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৫ ঘণ্টা আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৫ ঘণ্টা আগে