Ajker Patrika

টেকনাফে ১ লাখ ৩৩ হাজার ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে ১ লাখ ৩৩ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আজ বুধবার টেকনাফ থানার মুন্ডারডেইল ঘাট এলাকা থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি (বিএন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 
 
লেঃ খন্দকার মুনিফ তকি (বিএন) জানান, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার আওতাধীন সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকা হয়ে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশনের কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় মুন্ডারডেইল ঘাঁট এলাকায় দুজন ব্যক্তিকে বস্তা কাঁধে রাস্তা পার হতে দেখা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের থামার জন্য সংকেত দেওয়া হয়। 
 
এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা সাদা রঙের দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশি করে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতাকে মারধর বর্তমান সভাপতির

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

সাংবাদিককে নির্যাতন: সাবেক ডিসি সুলতানাকে চাকরি থেকে বরখাস্ত

রাকসু নির্বাচন: প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

নেপালের সামনে ভারতবিরোধী মনোভাব ও হিন্দুত্ববাদের জটিল সমীকরণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত