কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় একটি বসতবাড়িতে সশস্ত্র হামলা করে লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিতে গৃহকর্তা নিহত এবং তাঁর ভাই আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নূরারডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নুরুল আমিন বাবুল (৪০) ওই এলাকার মৃত ইসহাক আহমদের ছেলে। গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান (৩৫) নিহতের ছোট ভাই।
নিহতের স্ত্রী আছিনা খাতুন বলেন, গতকাল সন্ধ্যায় বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে পানের বরজ থেকে তুলে আনা পান গোছগাছ শেষে স্বামী নুরুল আমিন বাবুল বাজার থেকে মাছ কিনতে যান। সঙ্গে ছোট ভাই মোহাম্মদ হাসানও ছিলেন। তাঁরা মাছ কিনতে বের হওয়ার কয়েক মিনিট পর মুখোশ পরা ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়িতে হানা দেয়। ডাকাতের দল লম্বা বন্দুক, কিরিচ ও ছোরা নিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে। এ সময় স্বর্ণালংকার এবং কোরবানির গরু বিক্রি বাবদ থাকা নগদ ২ লাখ টাকা লুট করা হয়। পথে তাঁর স্বামী ও দেবর বাড়িতে ফেরার পথে ডাকাত দলের সামনে পড়েন। এ সময় ডাকাতেরা গুলি ছুড়ে এবং কুপিয়ে তাঁদের আহত করে।
জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এটি ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে সংঘটিত, তা তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় একটি বসতবাড়িতে সশস্ত্র হামলা করে লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিতে গৃহকর্তা নিহত এবং তাঁর ভাই আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নূরারডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নুরুল আমিন বাবুল (৪০) ওই এলাকার মৃত ইসহাক আহমদের ছেলে। গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান (৩৫) নিহতের ছোট ভাই।
নিহতের স্ত্রী আছিনা খাতুন বলেন, গতকাল সন্ধ্যায় বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে পানের বরজ থেকে তুলে আনা পান গোছগাছ শেষে স্বামী নুরুল আমিন বাবুল বাজার থেকে মাছ কিনতে যান। সঙ্গে ছোট ভাই মোহাম্মদ হাসানও ছিলেন। তাঁরা মাছ কিনতে বের হওয়ার কয়েক মিনিট পর মুখোশ পরা ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়িতে হানা দেয়। ডাকাতের দল লম্বা বন্দুক, কিরিচ ও ছোরা নিয়ে বাড়ির সবাইকে জিম্মি করে। এ সময় স্বর্ণালংকার এবং কোরবানির গরু বিক্রি বাবদ থাকা নগদ ২ লাখ টাকা লুট করা হয়। পথে তাঁর স্বামী ও দেবর বাড়িতে ফেরার পথে ডাকাত দলের সামনে পড়েন। এ সময় ডাকাতেরা গুলি ছুড়ে এবং কুপিয়ে তাঁদের আহত করে।
জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এটি ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে সংঘটিত, তা তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
র্যাবের পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
৬ মিনিট আগেসিলেটের জলাবনখ্যাত রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাতারগুল জলাবন এলাকা পরিদর্শন করেন।
১৩ মিনিট আগেনীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের কাজীপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৭ মিনিট আগেনীলফামারীর উত্তরা ইপিজেডে এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি (বিডি) লিমিটেড নামের কারখানার শ্রমিক অসন্তোষের ঘটনার নিরসন হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইপিজেড কর্তৃপক্ষ, শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় ওই অবসান ঘটে।
৩৩ মিনিট আগে