চুয়াডাঙ্গা প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা এবং পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল তাঁর ছয় বছরের যমজ শিশুসন্তান আরিয়ান ও আইয়ান। রাত ১০টায় পুরাতন গোরস্থান জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চুয়াডাঙ্গা শহরের পুরাতন গোরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করে পরিবার।
ফারিয়া তাসনিম জ্যোতি রাজধানীর মিরপুরে সন্তানদের নিয়ে বসবাস করতেন। তিনি মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গী এলাকার শালিকচুড়া (টেকপাড়া) বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।
জ্যোতির ভাই আক্তারুজ্জামান শোভন বলেন, ‘গত রোববার আমার বোন নিখোঁজ হয়, প্রায় ৩৬ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পরেই আমরা লাশ নিয়ে চুয়াডাঙ্গা উদ্দেশে রওনা হই। পরিবারের সবার মতামতের ভিত্তিতে এশার নামাজের পর পুরাতন গোরস্থানে তাঁর লাশের দাফন করা হয়।’
এদিকে রাত ১০টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ফারিয়া তাসনিম জ্যোতির জানাজায় চুয়াডাঙ্গার নানা স্তরের মানুষ অংশ নেয়। দুই শিশুছেলের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
জ্যোতির বড় ভাইয়ের ছেলে আশিকুজ্জামান নিশাত বলেন, ‘এই যে দুর্ঘটনাটি ঘটল। নিষ্পাপ দুই শিশুকে দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাঁদের কী বলে সান্ত্বনা দেব। মানুষের জীবনের মূল্য নেই। ঢাকনাবিহীন ড্রেন জীবন কেঁড়ে নিল। দুই শিশুর কাছ থেকে তাদের মাকে কেড়ে নিল।’
জানাজা ও দাফনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্যসচিব সুমন পারভেজ খানসহ নিহতের পরিবারের সদস্য, স্বজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন:
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা এবং পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল তাঁর ছয় বছরের যমজ শিশুসন্তান আরিয়ান ও আইয়ান। রাত ১০টায় পুরাতন গোরস্থান জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চুয়াডাঙ্গা শহরের পুরাতন গোরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করে পরিবার।
ফারিয়া তাসনিম জ্যোতি রাজধানীর মিরপুরে সন্তানদের নিয়ে বসবাস করতেন। তিনি মনি ট্রেড ইন্টারন্যাশনাল হেলথ নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকনা খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে মঙ্গলবার সকাল ৯টার দিকে টঙ্গী এলাকার শালিকচুড়া (টেকপাড়া) বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।
জ্যোতির ভাই আক্তারুজ্জামান শোভন বলেন, ‘গত রোববার আমার বোন নিখোঁজ হয়, প্রায় ৩৬ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পরেই আমরা লাশ নিয়ে চুয়াডাঙ্গা উদ্দেশে রওনা হই। পরিবারের সবার মতামতের ভিত্তিতে এশার নামাজের পর পুরাতন গোরস্থানে তাঁর লাশের দাফন করা হয়।’
এদিকে রাত ১০টার দিকে বৃষ্টি উপেক্ষা করে ফারিয়া তাসনিম জ্যোতির জানাজায় চুয়াডাঙ্গার নানা স্তরের মানুষ অংশ নেয়। দুই শিশুছেলের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
জ্যোতির বড় ভাইয়ের ছেলে আশিকুজ্জামান নিশাত বলেন, ‘এই যে দুর্ঘটনাটি ঘটল। নিষ্পাপ দুই শিশুকে দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাঁদের কী বলে সান্ত্বনা দেব। মানুষের জীবনের মূল্য নেই। ঢাকনাবিহীন ড্রেন জীবন কেঁড়ে নিল। দুই শিশুর কাছ থেকে তাদের মাকে কেড়ে নিল।’
জানাজা ও দাফনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্যসচিব সুমন পারভেজ খানসহ নিহতের পরিবারের সদস্য, স্বজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন:
রাজধানীর তুরাগ থেকে নিখোঁজ কে এম মামুনুর রশীদকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তাঁকে উদ্ধারের পর নিখোঁজ ঘটনাকে ঘিরে তাঁর...
৩ মিনিট আগেনাটকের শুটিংয়ের কথা বলে এক মডেলকে গাজীপুরের শ্রীপুরে রিসোর্টে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় নিজে বাদী হয়ে মামলাটি করেন ভুক্তভোগী। মামলায় নাটকের পরিচালকসহ তিনজনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
১৫ মিনিট আগেবক্তারা অধ্যক্ষের ওপর হামলাকে ন্যক্কারজনক ও শিক্ষকসমাজের মর্যাদাহানিকর হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা ঘটনায় জড়িত ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে। গত বুধবার ইমিগ্রেশন থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। আজ শুক্রবার রাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে