চুয়াডাঙ্গা প্রতিনিধি
দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানায় অফিসার ইনচার্জ (ওসি) বদলি ও সংযুক্ত করা হয়েছে। নবনিযুক্তরা হলেন মোহাম্মদ মহসীন পিপিএম (বার), ফেরদৌস ওয়াহিদ, লুৎফুল কবীর, আব্দুল খালেক ও সাইফুল ইসলাম। একে নিয়মিত প্রক্রিয়ার অংশ বলছে কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গার সদর থানায় ওসি হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মহসীন। এর আগে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডাবলমুরিং থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। আর চুয়াডাঙ্গা সদর থানার সদ্য সাবেক ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বর্তমানে জেলা পুলিশেই রয়েছেন।
দামুড়হুদা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি জীবননগর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। আর দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেককে জীবননগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
দর্শনা থানায় ওসি হিসেবে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) লুৎফুল কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমানকে জেলা গোয়েন্দা শাখায় সংযুক্ত করা হয়েছে।
জীবননগর থানায় নতুন ওসি হয়েছেন আব্দুল খালেক। তিনি দামুড়হুদা থানার ওসি ছিলেন। আর জীবননগর থানার সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ হিসেবে আলমডাঙ্গা থানায় যোগদান করেছেন। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীরকে জেলা বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে।
এভাবে একযোগে পাঁচ ওসি বদলের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। বদলির সময় পূর্ণ হওয়ায় একই সঙ্গে জেলার পাঁচ থানায় এমন রদবদল হয়েছে।
দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানায় অফিসার ইনচার্জ (ওসি) বদলি ও সংযুক্ত করা হয়েছে। নবনিযুক্তরা হলেন মোহাম্মদ মহসীন পিপিএম (বার), ফেরদৌস ওয়াহিদ, লুৎফুল কবীর, আব্দুল খালেক ও সাইফুল ইসলাম। একে নিয়মিত প্রক্রিয়ার অংশ বলছে কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গার সদর থানায় ওসি হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মহসীন। এর আগে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডাবলমুরিং থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। আর চুয়াডাঙ্গা সদর থানার সদ্য সাবেক ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বর্তমানে জেলা পুলিশেই রয়েছেন।
দামুড়হুদা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি জীবননগর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। আর দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেককে জীবননগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
দর্শনা থানায় ওসি হিসেবে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) লুৎফুল কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমানকে জেলা গোয়েন্দা শাখায় সংযুক্ত করা হয়েছে।
জীবননগর থানায় নতুন ওসি হয়েছেন আব্দুল খালেক। তিনি দামুড়হুদা থানার ওসি ছিলেন। আর জীবননগর থানার সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ হিসেবে আলমডাঙ্গা থানায় যোগদান করেছেন। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীরকে জেলা বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে।
এভাবে একযোগে পাঁচ ওসি বদলের বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। বদলির সময় পূর্ণ হওয়ায় একই সঙ্গে জেলার পাঁচ থানায় এমন রদবদল হয়েছে।
বিমানবন্দর ব্যবহারকারীদের জন্য সেবার মান উন্নয়ন ও যাত্রীদের অভিজ্ঞতা জানতে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ গণশুনানির আয়োজন করেছে। আজ সোমবার বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে এ গণশুনানি হয়। এতে বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থা, অংশীজন ও যাত্রীরা অংশ নেন।
২ মিনিট আগেখুলনার ফুলতলা উপজেলায় গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে খুলনার একটি আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। থানা-পুলিশ জানিয়েছে, আজ সকালে আত্মসমর্পণের উদ্দেশ্যে একটি গাড়িতে করে আদালতে যাচ্ছিলেন মামলার আসামিরা। এদিকে সংবাদ পেয়ে র্যাবের এ
৫ মিনিট আগেচাকরি হারানোর ১০ বছর পর সরকারি মালিকানাধীন সার কোম্পানি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) কমপ্লেক্সে ফিরেছেন মো. সাহাব উদ্দিন। ফিরেই টিএসপির কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নিয়ন্ত্রণ নেন। সম্প্রতি বিনা ভোটে সংগঠনটির সভাপতি বনে যান।
২৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন সমরসিং এলাকায় সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সিটি বাইপাস সড়কের হাবিব পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে