জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা দিতে না পারায় এক নারীকে (৪৭) বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) অফিসে তালাবদ্ধ করে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ এলে তালা খুলে দেন বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন।
ওই নারীর ছোট ছেলে কান্না করতে করতে বলেন, ‘আমার মা অফিস থেকে কিছু ঋণ নিয়েছিলেন। অভাবের কারণে মা টাকা দিতে পারেননি। আজ ১০ হাজার টাকা নিয়ে আমি আর মা এসেছিলাম। তবে তারা পুরো টাকার জন্য চাপ দেয়। আবেদা নামের একজন আমার মাকে অফিসে তালা লাগিয়ে আটকে রাখেন। আমি তাঁকে অনুরোধ করে বলেছিলাম, মাকে আটকে না রেখে আমাকে আটকে রাখার জন্য। তিনি শোনেননি।’
তালাবদ্ধ অফিসের ভেতর থেকে ওই নারী বলেন, ‘আমাকে আটকে রেখেছে। আমি টাকা দিয়ে দেব। তারা এখনই টাকা চাচ্ছে। টাকা দিতে না পারায় আমাকে আটকে রেখেছে।’
এ বিষয়ে বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ‘তিনি ১৪ মাস আগে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চার মাস আগে তাঁর ঋণের মেয়াদ শেষ হয়েছে। তাঁর কাছে টাকা চাইতে গেলে বলেন, ভাই হজে গেছে। একদিন বলেন, ভাবি মারা গেছে। এভাবে টালবাহানা করতেন। অফিস থেকে আমার বেতন বন্ধ করে দিয়েছে।’
আবেদা আরও বলেন, ‘আমি বাজার করতে গেছিলাম। বাজার শেষে নামাজ পরে ওষুধ কিনে আসলাম। লাইট বন্ধ ছিল না। কেউ তাঁর ঋণের দায়িত্ব নিচ্ছিল না। তাঁর জামাইয়ের কাছে ফোন করেছিলাম। তিনি ঋণের দায়িত্ব নেননি। মাত্র তাঁর ছেলের সঙ্গে কথা হলো। এরপর আমি এখানে আসলাম।’ এরপর তিনি গেটের তালা খুলে দেন।
জীবননগর বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ‘ফোনের মাধ্যমে জানতে পেরে আমি এখানে এসেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
চুয়াডাঙ্গার জীবননগরে ঋণের টাকা দিতে না পারায় এক নারীকে (৪৭) বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) অফিসে তালাবদ্ধ করে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশ এলে তালা খুলে দেন বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন।
ওই নারীর ছোট ছেলে কান্না করতে করতে বলেন, ‘আমার মা অফিস থেকে কিছু ঋণ নিয়েছিলেন। অভাবের কারণে মা টাকা দিতে পারেননি। আজ ১০ হাজার টাকা নিয়ে আমি আর মা এসেছিলাম। তবে তারা পুরো টাকার জন্য চাপ দেয়। আবেদা নামের একজন আমার মাকে অফিসে তালা লাগিয়ে আটকে রাখেন। আমি তাঁকে অনুরোধ করে বলেছিলাম, মাকে আটকে না রেখে আমাকে আটকে রাখার জন্য। তিনি শোনেননি।’
তালাবদ্ধ অফিসের ভেতর থেকে ওই নারী বলেন, ‘আমাকে আটকে রেখেছে। আমি টাকা দিয়ে দেব। তারা এখনই টাকা চাচ্ছে। টাকা দিতে না পারায় আমাকে আটকে রেখেছে।’
এ বিষয়ে বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ‘তিনি ১৪ মাস আগে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চার মাস আগে তাঁর ঋণের মেয়াদ শেষ হয়েছে। তাঁর কাছে টাকা চাইতে গেলে বলেন, ভাই হজে গেছে। একদিন বলেন, ভাবি মারা গেছে। এভাবে টালবাহানা করতেন। অফিস থেকে আমার বেতন বন্ধ করে দিয়েছে।’
আবেদা আরও বলেন, ‘আমি বাজার করতে গেছিলাম। বাজার শেষে নামাজ পরে ওষুধ কিনে আসলাম। লাইট বন্ধ ছিল না। কেউ তাঁর ঋণের দায়িত্ব নিচ্ছিল না। তাঁর জামাইয়ের কাছে ফোন করেছিলাম। তিনি ঋণের দায়িত্ব নেননি। মাত্র তাঁর ছেলের সঙ্গে কথা হলো। এরপর আমি এখানে আসলাম।’ এরপর তিনি গেটের তালা খুলে দেন।
জীবননগর বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ‘ফোনের মাধ্যমে জানতে পেরে আমি এখানে এসেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রাম থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিতুল্লাহ সুপার মার্কেটের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
২০ মিনিট আগেবগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বার মাইল-তিন দিঘি গামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবগুড়ায় আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া..
১ ঘণ্টা আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্তত ১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী হলেন লোকপ্রশাসন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্রী জান্নাতুল মাওয়া স্নেহা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী কমিটির নিকট সামাজিক...
১ ঘণ্টা আগে