সাবেক স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আহত তরুণী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গ্রেপ্তার যুবকের নাম বাবু খাঁ (৩০)। তিনি কুষ্টিয়ার খাজানগরের আদর্শপাড়ার জলিল খাঁর ছেলে। আহত তরুণীর নাম নাজমিন আক্তার (২৫)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামের আশাফুলের মেয়ে।
আহতের পরিবার ও পুলিশ বলছে, ১০ বছর আগে নাজমিন ও বাবুর পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তাঁদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। শিশু জন্মের পর থেকে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরই জেরে সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
পরিবার বলছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে নাজমিনের বাবার বাড়িতে আসেন বাবু। এ সময় কথা-কাটাকাটি শুরু হয় বাবু ও নাজমিনের মধ্যে। এর একপর্যায়ে নাজমিনকে এলোপাতাড়ি হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন বাবু। পরে নাজমিনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনায় নাজমিনের বাবা থানায় লিখিত অভিযোগ করেছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে যায়। বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।’
সাবেক স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আহত তরুণী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গ্রেপ্তার যুবকের নাম বাবু খাঁ (৩০)। তিনি কুষ্টিয়ার খাজানগরের আদর্শপাড়ার জলিল খাঁর ছেলে। আহত তরুণীর নাম নাজমিন আক্তার (২৫)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামের আশাফুলের মেয়ে।
আহতের পরিবার ও পুলিশ বলছে, ১০ বছর আগে নাজমিন ও বাবুর পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তাঁদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। শিশু জন্মের পর থেকে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরই জেরে সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
পরিবার বলছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে নাজমিনের বাবার বাড়িতে আসেন বাবু। এ সময় কথা-কাটাকাটি শুরু হয় বাবু ও নাজমিনের মধ্যে। এর একপর্যায়ে নাজমিনকে এলোপাতাড়ি হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন বাবু। পরে নাজমিনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনায় নাজমিনের বাবা থানায় লিখিত অভিযোগ করেছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে যায়। বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।’
কুমিল্লার লালমাইয়ে ডিভোর্সের পরও ভয়ভীতি দেখিয়ে প্রাক্তন স্ত্রীকে রাতযাপনে বাধ্য করতেন দুলাল হোসেন (৩৫) নামের এক যুবক। এ থেকে পরিত্রাণ পেতে বর্তমান স্বামী ও বাবা-মাকে নিয়ে প্রাক্তন স্বামী দুলালকে হত্যা করেন ফাতেমা আক্তার সিনথিয়া নামের এক নারী। পরে লাশ ফেলে রাখেন রেললাইনের পাশে। এ ঘটনায় জড়িত সন্দেহে
২০ মিনিট আগেঢাকার আশুলিয়ায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে পলাশ বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পুলিশ লাশের পরিচয় জানার চেষ্টা করছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাইয়ে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাহেদ (২৪) খুনের ঘটনায় তাঁর বাবা নুরের জামানকে (৬৫) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে নুরের জামানের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকেও। সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা...
৩ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যদিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ কম রয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৩ ঘণ্টা আগে