চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আহত রহিমা খাতুন (৬৫) নামে আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার (২ নভেম্বর) রাতে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।
নিহত রহিমা খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনার রামনগর গ্রামের তালতলাপাড়ার মৃত জয়নাল মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের চালক ও আরেকজন আরোহী। তাঁরা হলেন নাটোর জেলার লালপুর মহরগয়া কয়লারচর এলাকার জাবেদ আলীর ছেলে হৃদয় (৪০) ও তার শ্যালক দর্শনার আকন্দবাড়িয়া রায়পাড়ার মৃত আফসার আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৮)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ৮টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন রহিমা খাতুন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে আহত হন রহিমা খাতুন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭টার দিকে রহিমা খাতুনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘রহিমা খাতুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। আমরা তাঁকে যেকোনো মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। আজ সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আহত রহিমা খাতুন (৬৫) নামে আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার (২ নভেম্বর) রাতে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।
নিহত রহিমা খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনার রামনগর গ্রামের তালতলাপাড়ার মৃত জয়নাল মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের চালক ও আরেকজন আরোহী। তাঁরা হলেন নাটোর জেলার লালপুর মহরগয়া কয়লারচর এলাকার জাবেদ আলীর ছেলে হৃদয় (৪০) ও তার শ্যালক দর্শনার আকন্দবাড়িয়া রায়পাড়ার মৃত আফসার আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৮)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ৮টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন রহিমা খাতুন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে আহত হন রহিমা খাতুন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭টার দিকে রহিমা খাতুনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘রহিমা খাতুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। আমরা তাঁকে যেকোনো মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। আজ সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
গাজীপুরের শ্রীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গার্ডেনিয়া ওয়ার্স লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম জনভোগান্তির সৃষ্টি হয
১৬ মিনিট আগেনরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই সংঘর্ষের সময় গুলিতে সাদেক হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে দুই পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
২০ মিনিট আগেগাড়ির মালিক তৌহিদ মিয়া জানান, ছিনতাইকারীরা চালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরপরই চালক দ্রুত ভৈরব থানায় এসে পুলিশকে ঘটনাটি অবগত করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা থেকে তিন ছিনতাইকারীকে পিকআপসহ আটক করে।
৩৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করা হয়েছে।
৪০ মিনিট আগে