Ajker Patrika

বৃহস্পতিবার বান্দরবান যাচ্ছেন পার্বত্যমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি
বৃহস্পতিবার বান্দরবান যাচ্ছেন পার্বত্যমন্ত্রী

আগামীকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবান যাচ্ছেন। এই সফরে তিনি বেশ কয়েকটি কর্মসূচি ও প্রকল্প উদ্বোধন করবেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁর বান্দরবান শহরে পৌঁছার কথা রয়েছে। 

পার্বত্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। 

সাদেক হোসেন বলেন, এবার মন্ত্রী বান্দরবানে ১১ দিন থাকবেন। এ সময় তিনি জেলা শহরে অবস্থিত তাঁর নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং রোয়াংছড়ি ও থানচির বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন। এ ছাড়া বিনামূল্যে ওষুধ বিতরণ, রেড ক্রিসেন্টের অনুষ্ঠান ও দুর্গাপূজা উপলক্ষে চেক বিতরণ করবেন। 

আগামী ৩ অক্টোবর দুপুরে মন্ত্রীর ঢাকার উদ্দেশ্যে বান্দরবান ছেড়ে আসার কথা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত