নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আয়াতের হত্যাকাণ্ডে জড়িত আবিরসহ অন্য কেউ জড়িত থাকলে তাঁদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। আজ শনিবার দুপুরে আয়াতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা বলেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, ‘আয়াতকে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশবাসী আজ হতবাক। আয়াতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমরা এ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আয়াতের হত্যাকারী আবিরসহ অন্য কেউ জড়িত থাকলে তাঁদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি।’
শাহাদাত হোসেন আরও বলেন, ‘বাংলাদেশে আইন অনুযায়ী শাসন-মানবিকতা নেই, নেই ন্যায় বিচার। দিনের পর দিন মানুষজন গুম-খুন-নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি হামলা ও মামলার শিকার হচ্ছে। বিনা কারণে জেলে যাচ্ছে। সারা চট্টগ্রাম এখন শব্দদূষণের নগরীতে পরিণত হয়েছে। এক মাস ধরে মাইকিং হয়েছে, এতে মানুষজন অতিষ্ঠ। কিন্তু বিএনপির সমাবেশে একদিনের জন্য মাইকিং করার অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশে এখন ন্যায় বিচারের অভাব, সেটি আমরা দেখতে পাচ্ছি। এক দলের জন্য একটি নিয়ম, অন্য দলের জন্য বিন্দু পরিমাণ ছাড় দেয় না।’
বিএনপির সমাবেশে সারা বাংলাদেশে অঘোষিত হরতাল, অবরোধ ও যানবাহনের ধর্মঘট পালন করা হচ্ছে। কাজেই বলতে চাই দেশের মানুষ আজ অবরুদ্ধ, অসহায়, ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে জানিয়েছেন শাহাদাত হোসেন।
বিএনপির আহ্বায়কের সঙ্গে আরও উপস্থিত ছিলেন-নগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, ইপিজেড থানা বিএনপির সভাপতি সারফরাজ কাদের রাসেল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ. এম রাশেদ খান, ইপিজেড থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, নগর বিএনপি নেতা নুরুজ্জামান, নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আয়াতের হত্যাকাণ্ডে জড়িত আবিরসহ অন্য কেউ জড়িত থাকলে তাঁদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। আজ শনিবার দুপুরে আয়াতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা বলেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, ‘আয়াতকে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশবাসী আজ হতবাক। আয়াতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমরা এ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আয়াতের হত্যাকারী আবিরসহ অন্য কেউ জড়িত থাকলে তাঁদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি।’
শাহাদাত হোসেন আরও বলেন, ‘বাংলাদেশে আইন অনুযায়ী শাসন-মানবিকতা নেই, নেই ন্যায় বিচার। দিনের পর দিন মানুষজন গুম-খুন-নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি হামলা ও মামলার শিকার হচ্ছে। বিনা কারণে জেলে যাচ্ছে। সারা চট্টগ্রাম এখন শব্দদূষণের নগরীতে পরিণত হয়েছে। এক মাস ধরে মাইকিং হয়েছে, এতে মানুষজন অতিষ্ঠ। কিন্তু বিএনপির সমাবেশে একদিনের জন্য মাইকিং করার অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশে এখন ন্যায় বিচারের অভাব, সেটি আমরা দেখতে পাচ্ছি। এক দলের জন্য একটি নিয়ম, অন্য দলের জন্য বিন্দু পরিমাণ ছাড় দেয় না।’
বিএনপির সমাবেশে সারা বাংলাদেশে অঘোষিত হরতাল, অবরোধ ও যানবাহনের ধর্মঘট পালন করা হচ্ছে। কাজেই বলতে চাই দেশের মানুষ আজ অবরুদ্ধ, অসহায়, ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে জানিয়েছেন শাহাদাত হোসেন।
বিএনপির আহ্বায়কের সঙ্গে আরও উপস্থিত ছিলেন-নগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, ইপিজেড থানা বিএনপির সভাপতি সারফরাজ কাদের রাসেল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ. এম রাশেদ খান, ইপিজেড থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, নগর বিএনপি নেতা নুরুজ্জামান, নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৭ ঘণ্টা আগে