নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আয়াতের হত্যাকাণ্ডে জড়িত আবিরসহ অন্য কেউ জড়িত থাকলে তাঁদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। আজ শনিবার দুপুরে আয়াতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা বলেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, ‘আয়াতকে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশবাসী আজ হতবাক। আয়াতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমরা এ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আয়াতের হত্যাকারী আবিরসহ অন্য কেউ জড়িত থাকলে তাঁদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি।’
শাহাদাত হোসেন আরও বলেন, ‘বাংলাদেশে আইন অনুযায়ী শাসন-মানবিকতা নেই, নেই ন্যায় বিচার। দিনের পর দিন মানুষজন গুম-খুন-নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি হামলা ও মামলার শিকার হচ্ছে। বিনা কারণে জেলে যাচ্ছে। সারা চট্টগ্রাম এখন শব্দদূষণের নগরীতে পরিণত হয়েছে। এক মাস ধরে মাইকিং হয়েছে, এতে মানুষজন অতিষ্ঠ। কিন্তু বিএনপির সমাবেশে একদিনের জন্য মাইকিং করার অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশে এখন ন্যায় বিচারের অভাব, সেটি আমরা দেখতে পাচ্ছি। এক দলের জন্য একটি নিয়ম, অন্য দলের জন্য বিন্দু পরিমাণ ছাড় দেয় না।’
বিএনপির সমাবেশে সারা বাংলাদেশে অঘোষিত হরতাল, অবরোধ ও যানবাহনের ধর্মঘট পালন করা হচ্ছে। কাজেই বলতে চাই দেশের মানুষ আজ অবরুদ্ধ, অসহায়, ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে জানিয়েছেন শাহাদাত হোসেন।
বিএনপির আহ্বায়কের সঙ্গে আরও উপস্থিত ছিলেন-নগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, ইপিজেড থানা বিএনপির সভাপতি সারফরাজ কাদের রাসেল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ. এম রাশেদ খান, ইপিজেড থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, নগর বিএনপি নেতা নুরুজ্জামান, নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আয়াতের হত্যাকাণ্ডে জড়িত আবিরসহ অন্য কেউ জড়িত থাকলে তাঁদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। আজ শনিবার দুপুরে আয়াতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা বলেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, ‘আয়াতকে নির্মমভাবে হত্যার ঘটনায় দেশবাসী আজ হতবাক। আয়াতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমরা এ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আয়াতের হত্যাকারী আবিরসহ অন্য কেউ জড়িত থাকলে তাঁদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি।’
শাহাদাত হোসেন আরও বলেন, ‘বাংলাদেশে আইন অনুযায়ী শাসন-মানবিকতা নেই, নেই ন্যায় বিচার। দিনের পর দিন মানুষজন গুম-খুন-নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি হামলা ও মামলার শিকার হচ্ছে। বিনা কারণে জেলে যাচ্ছে। সারা চট্টগ্রাম এখন শব্দদূষণের নগরীতে পরিণত হয়েছে। এক মাস ধরে মাইকিং হয়েছে, এতে মানুষজন অতিষ্ঠ। কিন্তু বিএনপির সমাবেশে একদিনের জন্য মাইকিং করার অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশে এখন ন্যায় বিচারের অভাব, সেটি আমরা দেখতে পাচ্ছি। এক দলের জন্য একটি নিয়ম, অন্য দলের জন্য বিন্দু পরিমাণ ছাড় দেয় না।’
বিএনপির সমাবেশে সারা বাংলাদেশে অঘোষিত হরতাল, অবরোধ ও যানবাহনের ধর্মঘট পালন করা হচ্ছে। কাজেই বলতে চাই দেশের মানুষ আজ অবরুদ্ধ, অসহায়, ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে জানিয়েছেন শাহাদাত হোসেন।
বিএনপির আহ্বায়কের সঙ্গে আরও উপস্থিত ছিলেন-নগর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইশরাফিল খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, ইপিজেড থানা বিএনপির সভাপতি সারফরাজ কাদের রাসেল, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ. এম রাশেদ খান, ইপিজেড থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, নগর বিএনপি নেতা নুরুজ্জামান, নগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৪ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে