সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
গুলিয়াখালি সৈকতে গোসলে নেমে চট্টগ্রামের সীতাকুণ্ডে মেহেদী হাসান নামে এক কিশোর নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে ওই কিশোর তার এক বন্ধুকে নিয়ে সমুদ্রে গোসলে নামে। এ সময় জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায় সে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে। ঘটনার পর থেকে তারা দীর্ঘ সাত ঘণ্টা অভিযান চালালেও নিখোঁজ কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ মেহেদী হাসান (১৬) কুমিল্লা সদর দক্ষিণ থানার সাতরা এলাকার ওমর ফারুকের পুত্র ও কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বাহার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, কুমিল্লা থেকে মেহেদী হাসানসহ ১৪ জনের একদল পর্যটক গুলিয়াখালি সমুদ্রসৈকতে ঘুরতে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে মেহেদী হাসান তার এক বন্ধুকে নিয়ে সমুদ্রে গোসল করতে নামে এবং জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায়।
বিষয়টি তিনি জানার সঙ্গে সঙ্গে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস অফিসকে জানান। বেলা ১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে বেলা সাড়ে ৩টায় সময় তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সীতাকুণ্ড থানা-পুলিশ। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালালেও এখনো নিখোঁজ কিশোরের খোঁজ মেলেনি।
চেয়ারম্যান রেজাউল করিম বাহার আরও জানান, পূর্ণিমার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। ফলে সমুদ্রের জোয়ারের কারণে ঢেউ বৃদ্ধি পাওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। তবে বিকেল সাড়ে ৫টার পর ভাটা পাড়ায় ঢেউ কিছুটা স্বাভাবিক হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, ‘পর্যটক (কিশোর) নিখোঁজের খবর পেয়ে তাঁদের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। উত্তাল সমুদ্রে একের পর এক আছড়ে পড়া বিশাল আকৃতির ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। তাঁরা অভিযান চলমান রাখলেও এখনো নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি। তবে তাঁরা পর্যটককে উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছেন।’
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, সমুদ্রসৈকতে ঘুরতে আসা ১৪ পর্যটক দলের সবাই কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হয়েছে পর্যটক মেহেদী। সে সাঁতার জানত না বলে জানিয়েছে তার বন্ধুরা। তাকে উদ্ধারে ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।
গুলিয়াখালি সৈকতে গোসলে নেমে চট্টগ্রামের সীতাকুণ্ডে মেহেদী হাসান নামে এক কিশোর নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে ওই কিশোর তার এক বন্ধুকে নিয়ে সমুদ্রে গোসলে নামে। এ সময় জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায় সে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে। ঘটনার পর থেকে তারা দীর্ঘ সাত ঘণ্টা অভিযান চালালেও নিখোঁজ কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ মেহেদী হাসান (১৬) কুমিল্লা সদর দক্ষিণ থানার সাতরা এলাকার ওমর ফারুকের পুত্র ও কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বাহার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে জানান, কুমিল্লা থেকে মেহেদী হাসানসহ ১৪ জনের একদল পর্যটক গুলিয়াখালি সমুদ্রসৈকতে ঘুরতে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে মেহেদী হাসান তার এক বন্ধুকে নিয়ে সমুদ্রে গোসল করতে নামে এবং জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যায়।
বিষয়টি তিনি জানার সঙ্গে সঙ্গে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস অফিসকে জানান। বেলা ১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে। একপর্যায়ে বেলা সাড়ে ৩টায় সময় তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সীতাকুণ্ড থানা-পুলিশ। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অভিযান চালালেও এখনো নিখোঁজ কিশোরের খোঁজ মেলেনি।
চেয়ারম্যান রেজাউল করিম বাহার আরও জানান, পূর্ণিমার কারণে সমুদ্র উত্তাল রয়েছে। ফলে সমুদ্রের জোয়ারের কারণে ঢেউ বৃদ্ধি পাওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। তবে বিকেল সাড়ে ৫টার পর ভাটা পাড়ায় ঢেউ কিছুটা স্বাভাবিক হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, ‘পর্যটক (কিশোর) নিখোঁজের খবর পেয়ে তাঁদের ডুবুরি দলের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। উত্তাল সমুদ্রে একের পর এক আছড়ে পড়া বিশাল আকৃতির ঢেউয়ের কারণে উদ্ধার অভিযানে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে। তাঁরা অভিযান চলমান রাখলেও এখনো নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি। তবে তাঁরা পর্যটককে উদ্ধারে চেষ্টা অব্যাহত রেখেছেন।’
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, সমুদ্রসৈকতে ঘুরতে আসা ১৪ পর্যটক দলের সবাই কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে সমুদ্রে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হয়েছে পর্যটক মেহেদী। সে সাঁতার জানত না বলে জানিয়েছে তার বন্ধুরা। তাকে উদ্ধারে ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে