Ajker Patrika

গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপনে, অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২১: ৪৬
গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপনে, অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছদ্মবেশে ১৪ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন আমিরুল ইসলাম রাসেল (৪২) নামের এক ধর্ষণ মামলার আসামি। আজ শুক্রবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহামুদাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর মাহামুদাবাদ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০০৯ সালে ধর্ষণের ঘটনায় করা মামলায় আদালত রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর থেকে গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশে টানা ১৪ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

নুরুল আবছার আরও বলেন, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার করলে ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, র‍্যাবের হাতে গ্রেপ্তার ওই আসামিকে থানায় হস্তান্তরের পর আজ বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত