মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এখন খাল-বিলে আগের মতো মাছ মেলে না। তার ওপরে এ বছর পানি দেরিতে এসেছে। তাই গত কয়েক বছরের তুলনায়ও এবার মাছ মিলছে কম, যে কারণে কমে গেছে মাছ ধরার ফাঁদ আন্তা বা চাঁইয়ের চাহিদা। যাঁরা বর্ষা মৌসুমে বিক্রির জন্য আন্তা বা চাঁই তৈরি করেছেন, এ বছর তাঁদের হতাশ হতে হয়েছে। বাজারে চাহিদা না থাকায় মাছ ধরার এসব ফাঁদ নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহেবাবাদ বাজারে গিয়ে দেখা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা ও দেবীদ্বার উপজেলার বুড়ির পাড় গ্রামের কয়েকজন ব্যবসায়ী মাছ ধরার আন্তা বিক্রির জন্য বাজারে এনেছেন। নিজেদের তৈরি ছোট, বড়, মাঝারি আকারের ফাঁদ নিয়ে এসেছেন তাঁরা। কিন্তু বাজারে এসব ফাঁদ কেনার ক্রেতা নেই বললেই চলে।
আন্তা কিনতে আসা উপজেলার নাইঘর গ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার সঙ্গে কথা হলে বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলায় দেশীয় চিংড়ি, পুঁটি, খলিসা, কই, শিং, ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তা ছাড়া এ বছর পানি দেরিতে আসায় আগের মতো মাছের আনাগোনা নেই। তার পরও আমি প্রতিবছরের মতো একটি আন্তা কিনেছি।’
সাহেবাবাদ বাজারে আন্তা বিক্রি করতে আসা মফিজ উদ্দিন বলেন, কয়েক বছর আগেও বর্ষাকালে এই উপজেলায় জমিতে, নালায়, খালে, বিলে পানিতে টইটুম্বুর হয়ে যেত। পানির সঙ্গে হরেক রকমের মাছ ভেসে বেড়াত। এসব মাছ শিকার করার জন্য চলাচলের পথে চাঁই বা আন্তা পেতে রাখা হতো। কিন্তু এ বছর মাছ না থাকায় আন্তা পেতে মাছ শিকার করার আগ্রহ মানুষের মধ্যে কমে গেছে। তাঁরা আর আগের মতো আন্তা কেনেন না।
আরেক বিক্রেতা সুলতান মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খালে-বিলে পানি ও মাছ না থাকায় বাজারে আন্তার চাহিদা এবং দাম দুটোই কম এখন। আগে বর্ষা মৌসুমের শুরুতেই হাট-বাজারগুলোতে আন্তা বেচা-কেনার ধুম পড়ে যেত। বাজারে আসা বেশির ভাগ মানুষই আমাদের কাছ থেকে মাছ ধরার এসব ফাঁদ কিনে নিয়ে যেত। এ বছর মাছ ধরার জন্য আন্তা কিনছে না মানুষ। বাজারে ক্রেতা না থাকায় এসব আন্তা নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে আমাদের।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এখন খাল-বিলে আগের মতো মাছ মেলে না। তার ওপরে এ বছর পানি দেরিতে এসেছে। তাই গত কয়েক বছরের তুলনায়ও এবার মাছ মিলছে কম, যে কারণে কমে গেছে মাছ ধরার ফাঁদ আন্তা বা চাঁইয়ের চাহিদা। যাঁরা বর্ষা মৌসুমে বিক্রির জন্য আন্তা বা চাঁই তৈরি করেছেন, এ বছর তাঁদের হতাশ হতে হয়েছে। বাজারে চাহিদা না থাকায় মাছ ধরার এসব ফাঁদ নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহেবাবাদ বাজারে গিয়ে দেখা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা ও দেবীদ্বার উপজেলার বুড়ির পাড় গ্রামের কয়েকজন ব্যবসায়ী মাছ ধরার আন্তা বিক্রির জন্য বাজারে এনেছেন। নিজেদের তৈরি ছোট, বড়, মাঝারি আকারের ফাঁদ নিয়ে এসেছেন তাঁরা। কিন্তু বাজারে এসব ফাঁদ কেনার ক্রেতা নেই বললেই চলে।
আন্তা কিনতে আসা উপজেলার নাইঘর গ্রামের দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার সঙ্গে কথা হলে বলেন, ‘ব্রাহ্মণপাড়া উপজেলায় দেশীয় চিংড়ি, পুঁটি, খলিসা, কই, শিং, ট্যাংরাসহ বিভিন্ন প্রজাতির মাছ আশঙ্কাজনকভাবে কমে গেছে। তা ছাড়া এ বছর পানি দেরিতে আসায় আগের মতো মাছের আনাগোনা নেই। তার পরও আমি প্রতিবছরের মতো একটি আন্তা কিনেছি।’
সাহেবাবাদ বাজারে আন্তা বিক্রি করতে আসা মফিজ উদ্দিন বলেন, কয়েক বছর আগেও বর্ষাকালে এই উপজেলায় জমিতে, নালায়, খালে, বিলে পানিতে টইটুম্বুর হয়ে যেত। পানির সঙ্গে হরেক রকমের মাছ ভেসে বেড়াত। এসব মাছ শিকার করার জন্য চলাচলের পথে চাঁই বা আন্তা পেতে রাখা হতো। কিন্তু এ বছর মাছ না থাকায় আন্তা পেতে মাছ শিকার করার আগ্রহ মানুষের মধ্যে কমে গেছে। তাঁরা আর আগের মতো আন্তা কেনেন না।
আরেক বিক্রেতা সুলতান মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খালে-বিলে পানি ও মাছ না থাকায় বাজারে আন্তার চাহিদা এবং দাম দুটোই কম এখন। আগে বর্ষা মৌসুমের শুরুতেই হাট-বাজারগুলোতে আন্তা বেচা-কেনার ধুম পড়ে যেত। বাজারে আসা বেশির ভাগ মানুষই আমাদের কাছ থেকে মাছ ধরার এসব ফাঁদ কিনে নিয়ে যেত। এ বছর মাছ ধরার জন্য আন্তা কিনছে না মানুষ। বাজারে ক্রেতা না থাকায় এসব আন্তা নিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে আমাদের।’
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
১ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১১ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে