Ajker Patrika

চট্টগ্রামে মাদকের মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ জুন ২০২৩, ১৩: ৫১
চট্টগ্রামে মাদকের মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামে মাদক মামলার আসামি দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞা এ রায় দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীর সহকারী আইনজীবী আবু ঈসা।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁও এলাকার মৃত রফিক ড্রাইভারের ছেলে মো. আনোয়ার হোসেন (২৪) ও মো. জামাল হোসেন ওরফে মুন্না (৩৫)।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর জামিনে গিয়ে পলাতক রয়েছেন দুই আসামি। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন না।

আইনজীবী আবু ঈসা বলেন, ‘রায়ের সময় দুই আসামি অনুপস্থিত ছিলেন। ২০১৪ সালের ৫ জুন ডবলমুরিং থানাধীন ঈদগাঁ এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন ও জামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মাদকের মামলা হয়। পুলিশ তদন্ত শেষে দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।’

তিনি আরও বলেন, ২০১৫ সালে ৩০ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আজ বুধবার মামলাটির রায় দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত