Ajker Patrika

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ফেনী প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৪: ৫৬
ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ফেনীর রামপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোতাহের বিল্লাহ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আসাদুল ইসলাম নামে আরেক সদস্য আহত হয়েছেন। 

নিহত মোতাহের বিল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কোমার ডোবা এলাকার আবদুর রহিমের ছেলে। আহত আসাদুল ইসলাম একই জেলার মুরাদনগর থানার তাহের মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের নিরাপত্তা জোরদার করতে পুলিশের একটি দল ফেনীর রামপুর এলাকায় কর্মরত ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে পুলিশের পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্য মোতাহের বিল্লাহ ও আসাদুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতাহের বিল্লাহকে মৃত ঘোষণা করেন। অপর পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

এ বিষয়ে মহিপাল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ পিপিএম বলেন, ধাওয়া করে ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত