কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৩০ জানুয়ারি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দলীয় প্যাডে লিখিতভাবে তাঁকে বহিষ্কার করা হলেও গতকাল শনিবার রাতে স্থানীয় সংবাদকর্মীদের কাছে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ পায়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপির মৃত্যুর কারণে সৃষ্ট নানা ব্যস্ততায় বিষয়টি মিডিয়ায় জানানো হয়নি। গতকাল শনিবার বিভিন্ন মিডিয়ায় তাঁর বহিষ্কারাদেশ পাঠানো হয়েছে।
বানাজা বেগমের বহিষ্কারের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়, গত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করার জন্য ষড়যন্ত্র করেছেন বানাজা বেগম নিশি। নির্বাচনে পরাজয়ের পর অনলাইন, ফেসবুক লাইভে এসে দল ও সরকারপ্রধানের বিরুদ্ধে বানাজা বেগম নিশি বিভিন্ন বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয় চিঠিতে।
এ অবস্থায় গঠনতন্ত্রের ৫/(ক) ধারা অনুযায়ী সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় বানাজা বেগম নিশিকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, কর্ণফুলীতে পুলিশ বক্সে হামলাসহ নানা বিষয়ে খুবই আলোচিত-সমালোচিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি। পাঁচ বছর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও গত বছরের নভেম্বরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. ফারহানা মমতাজের কাছে বিপুল ভোটের ব্যবধানে বানাজা হেরে যান।
এ বিষয়ে জানতে চাইলে বানাজা বেগম নিশির মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা বেগম নিশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৩০ জানুয়ারি দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দলীয় প্যাডে লিখিতভাবে তাঁকে বহিষ্কার করা হলেও গতকাল শনিবার রাতে স্থানীয় সংবাদকর্মীদের কাছে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ পায়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপির মৃত্যুর কারণে সৃষ্ট নানা ব্যস্ততায় বিষয়টি মিডিয়ায় জানানো হয়নি। গতকাল শনিবার বিভিন্ন মিডিয়ায় তাঁর বহিষ্কারাদেশ পাঠানো হয়েছে।
বানাজা বেগমের বহিষ্কারের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়, গত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে দলীয় প্রার্থীকে পরাজিত করার জন্য ষড়যন্ত্র করেছেন বানাজা বেগম নিশি। নির্বাচনে পরাজয়ের পর অনলাইন, ফেসবুক লাইভে এসে দল ও সরকারপ্রধানের বিরুদ্ধে বানাজা বেগম নিশি বিভিন্ন বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয় চিঠিতে।
এ অবস্থায় গঠনতন্ত্রের ৫/(ক) ধারা অনুযায়ী সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় বানাজা বেগম নিশিকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, কর্ণফুলীতে পুলিশ বক্সে হামলাসহ নানা বিষয়ে খুবই আলোচিত-সমালোচিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি। পাঁচ বছর আগে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও গত বছরের নভেম্বরে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী ডা. ফারহানা মমতাজের কাছে বিপুল ভোটের ব্যবধানে বানাজা হেরে যান।
এ বিষয়ে জানতে চাইলে বানাজা বেগম নিশির মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়ে বন্ধ পাওয়া গেছে।
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
৯ মিনিট আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
১৩ মিনিট আগেগাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ..
২০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। মরিচা ইউনিয়নের ভূরকা, হাটখোলা ও কোলদিয়া এলাকায় চার কিলোমিটারজুড়ে এই ভাঙন চলছে। ভাঙন রোধে হাটখোলা থেকে ভূরকা পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
২৪ মিনিট আগে