নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
স্বাধীনতা দিবসকে ‘কটাক্ষ করে’ সংবাদ প্রচার করার অভিযোগ তুলে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা ও চট্টগ্রাম আদালতের আইনজীবী মিঠুন বিশ্বাস।
বুধবার পত্রিকাটির ঠিকানায় পাঠানো এ নোটিশে সাত দিনের মধ্যে তাঁদেরকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়। মিঠুন বিশ্বাস নিজেকে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন প্রস্তুতি বিষয়ক দপ্তর উপ-কমিটির সদস্য হিসেবে উল্লেখ করেছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি মামলায় বাদীর আইনজীবী ছিলেন মিঠুন বিশ্বাস। ওই ইস্যুতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকেও আইনি নোটিশ পাঠিয়ে আলোচনায় আসেন মিঠুন বিশ্বাস।
বুধবার দেওয়া আইনী নোটিশে বিবাদী করা হয় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ এবং প্রতিবেদক শামসুজ্জামান শামসকে।
মিঠুন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তারা পরস্পরের যোগসাজশে ইচ্ছাকৃতভাবে মহান স্বাধীনতা দিবসকে কটাক্ষ করার অসৎ উদ্দেশে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত সচিত্র প্রতিবেদনটি প্রকাশ করেছেন।’
গত রোববার পেটে ভাত না থাকলে স্বাধীনতা দিয়া কী করুম?’ —শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রথম আলো। এরপর বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে পত্রিকাটির সাভারের প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুরে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি।
স্বাধীনতা দিবসকে ‘কটাক্ষ করে’ সংবাদ প্রচার করার অভিযোগ তুলে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা ও চট্টগ্রাম আদালতের আইনজীবী মিঠুন বিশ্বাস।
বুধবার পত্রিকাটির ঠিকানায় পাঠানো এ নোটিশে সাত দিনের মধ্যে তাঁদেরকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়। মিঠুন বিশ্বাস নিজেকে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন প্রস্তুতি বিষয়ক দপ্তর উপ-কমিটির সদস্য হিসেবে উল্লেখ করেছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে একটি মামলায় বাদীর আইনজীবী ছিলেন মিঠুন বিশ্বাস। ওই ইস্যুতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকেও আইনি নোটিশ পাঠিয়ে আলোচনায় আসেন মিঠুন বিশ্বাস।
বুধবার দেওয়া আইনী নোটিশে বিবাদী করা হয় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ এবং প্রতিবেদক শামসুজ্জামান শামসকে।
মিঠুন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তারা পরস্পরের যোগসাজশে ইচ্ছাকৃতভাবে মহান স্বাধীনতা দিবসকে কটাক্ষ করার অসৎ উদ্দেশে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত সচিত্র প্রতিবেদনটি প্রকাশ করেছেন।’
গত রোববার পেটে ভাত না থাকলে স্বাধীনতা দিয়া কী করুম?’ —শিরোনামে সংবাদ প্রকাশ করে প্রথম আলো। এরপর বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে পত্রিকাটির সাভারের প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুরে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১০ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
১১ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৪ মিনিট আগে