Ajker Patrika

টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ 

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ 

কক্সবাজারের টেকনাফে সহ ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ’র উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে হোয়াইক্যং সিএমসির নিজস্ব কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫২ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া  হয়।

জানা গেছে, টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার আওতাধীন হোয়াইক্যং সিএমসির উদ্যোগে সাম্প্রতিক অতি বর্ষনে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ভিসিএফ ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে জরুরি খাদ্য সহায়তা দেওয়া  হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিএমসির সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, সদস্য সচিব ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান, সদস্য হারুনর রশীদ সিকদার ও আজিজুল হক, রইক্ষং বিট কর্মকর্তা মঈনুদ্দিন আহমদ চৌধুরী, নেচার এন্ড লাইফ প্রকল্পের পক্ষে সাইট কোর্ডিনেটর নজরুল ইসলাম চৌধুরী, সিএমসির কোষাধ্যক্ষ নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, সদস্য ভবানী ধর। 

সহায়তা পেয়ে উপকারভোগীরা বলেন, বন্যা কবলিত হওয়ার পর থেকে অদ্যাবধি এখনো কেউ খবর রাখেনি। এ খাদ্য সহায়তা পেয়ে বন বিভাগের এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত