বাসস, ঢাকা
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই।’ আজ শুক্রবার রাঙামাটি সার্কিট হাউসে জেলার ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের এ সরকার দেশের উন্নয়ন চায়। মানুষের মনে শান্তি অব্যাহত রাখতে চায়। আগে নিজেকে জানতে হবে, নিজের দোষ–ত্রুটি সম্পর্কে জেনে অন্যায় কাজগুলো বাদ দিয়ে সত্যের সন্ধানে নিজেকে সত্যের পথে নিয়োজিত করতে হবে।’
সুপ্রদীপ চাকমা বলেন, ‘এ দেশ গড়ার প্রত্যয় সবার। কে কার বিরুদ্ধে অভিযোগ করলেন, কে কাকে দোষারোপ করলেন, কারও কানকথায় গুজবের পেছনে না ছুটে সঠিক পথে আপনাদের থাকতে হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা হলো একটি চলমান প্রক্রিয়া। চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালিসহ যারা পার্বত্য চট্টগ্রামের অধিবাসী, সরকারের সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার তাদের সবারই আছে।’ তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে সরকারি অনুদান ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।
পার্বত্য উপদেষ্টা বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই। আমরা কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাব। পার্বত্য অঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেব। আমাদের এই সরকার দেশের সার্বিক উন্নয়ন চায়।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ছাত্র প্রতিনিধি মিনহাজ মুরশিদের নেতৃত্বে এ সময় রাঙামাটি ছাত্র প্রতিনিধিদের মধ্যে ওয়াহিদুজ্জামান রোমান, মো. ইমাম হোছাইন ইমু, রায়হান চৌধুরী শুভ, তানেইম ইবনে আলম, সায়েদা ইসলাম সাদিয়া, মারুফ আলম সেজান, এম আকতারুজ্জামান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই।’ আজ শুক্রবার রাঙামাটি সার্কিট হাউসে জেলার ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের এ সরকার দেশের উন্নয়ন চায়। মানুষের মনে শান্তি অব্যাহত রাখতে চায়। আগে নিজেকে জানতে হবে, নিজের দোষ–ত্রুটি সম্পর্কে জেনে অন্যায় কাজগুলো বাদ দিয়ে সত্যের সন্ধানে নিজেকে সত্যের পথে নিয়োজিত করতে হবে।’
সুপ্রদীপ চাকমা বলেন, ‘এ দেশ গড়ার প্রত্যয় সবার। কে কার বিরুদ্ধে অভিযোগ করলেন, কে কাকে দোষারোপ করলেন, কারও কানকথায় গুজবের পেছনে না ছুটে সঠিক পথে আপনাদের থাকতে হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা হলো একটি চলমান প্রক্রিয়া। চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালিসহ যারা পার্বত্য চট্টগ্রামের অধিবাসী, সরকারের সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার তাদের সবারই আছে।’ তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে সরকারি অনুদান ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।
পার্বত্য উপদেষ্টা বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই। আমরা কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাব। পার্বত্য অঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেব। আমাদের এই সরকার দেশের সার্বিক উন্নয়ন চায়।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ছাত্র প্রতিনিধি মিনহাজ মুরশিদের নেতৃত্বে এ সময় রাঙামাটি ছাত্র প্রতিনিধিদের মধ্যে ওয়াহিদুজ্জামান রোমান, মো. ইমাম হোছাইন ইমু, রায়হান চৌধুরী শুভ, তানেইম ইবনে আলম, সায়েদা ইসলাম সাদিয়া, মারুফ আলম সেজান, এম আকতারুজ্জামান অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশালের বাকেরগঞ্জে সোহেল খান (৩৫) নামের এক যুবককে ডাকাত আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন শেষে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উপজেলার চর কবাই এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। সোহেল ওই এলাকার নুর ইসলাম খানের ছেলে। তাঁর স্বজনদের অভিযোগ, চাষের জন্য তরমুজ খেত না দেওয়ায় পরিকল
২১ মিনিট আগেসিলেটে ২ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালানের পশু ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
২৩ মিনিট আগেমৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি চা-বাগানের নালা থেকে রামবচন গোয়ালা নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
৪২ মিনিট আগেঘটনা সম্পর্কে জামাল মার্কেটের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, মদিনা রেস্টুরেন্টে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। হোটেলমালিককে কয়েক দফা নিষেধ করা হলেও অনিরাপদভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডারের চুলা বসিয়ে রান্নার কাজ করা হতো। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহায়তায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে...
১ ঘণ্টা আগে