Ajker Patrika

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু-পক্ষের সংঘর্ষের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু-পক্ষের সংঘর্ষের অভিযোগ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের ৪ জন এ ঘটনায় আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করা হলেও সেখানে গিয়ে আহত কারও সন্ধান পাওয়া যায়নি। 
 
কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, আমরা কলেজ ক্যাম্পাসে প্রমাণ ও নথিসহ তিনজন শিবিরকর্মীকে ধরেছিলাম। তারা গোপনে কলেজে শিবিরের কার্যক্রম পরিচালনা করছিল। পরে কলেজের সাধারণ সম্পাদক এসে আমাদের জানান আওয়ামী লীগের কর্মী, শিবিরের কোন কর্মী নন। 

এ নিয়ে কলেজে কোন মারামারির ঘটনা ঘটেনি দাবি করে মাহমুদুল বলেন, আমাদের মধ্যে এটি নিয়ে কিছুটা বাক বিতণ্ডা হয়েছে।

এ ব্যাপারে জানতে সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের সঙ্গে কথা হলে বলেন, আমাদের তিন কর্মীকে তাঁরা জোর করে শিবির বানিয়ে তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তাঁরা যদি শিবির হয় সেটা পুলিশের বের করার বিষয়। এ ঘটনায় তারা আমাদের পক্ষের চার কর্মীর ওপর হামলা চালিয়েছে। তারা চমেক হাসপাতালে আছে। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হালকা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত