নোয়াখালী প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় সোয়েটো এলাকার মিডল্যান্ডসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতদের হামলার শিকার হয়ে প্রাণ হারান এই বাংলাদেশি। নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ এ তথ্য জানান।
মো. হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দীঘিরপাড় এলাকার শহীদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে। সাত ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন হারুন।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ বলেন, নিজের বড় ভাইদের মধ্যে দুজন দক্ষিণ আফ্রিকায় থাকায় জীবিকার সন্ধানে আট বছর আগে সেখানে যান হারুন। ভাইদের সহযোগিতায় সোয়েটো এলাকায় নিজে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। গত আট বছরে দুবার দেশে এসে ঘুরে গেছেন হারুন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁর প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। ডাকাতেরা হারুনকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন তিনি। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।
এদিকে হারুনের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হারুনের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় সোয়েটো এলাকার মিডল্যান্ডসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতদের হামলার শিকার হয়ে প্রাণ হারান এই বাংলাদেশি। নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ এ তথ্য জানান।
মো. হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দীঘিরপাড় এলাকার শহীদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে। সাত ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন হারুন।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ বলেন, নিজের বড় ভাইদের মধ্যে দুজন দক্ষিণ আফ্রিকায় থাকায় জীবিকার সন্ধানে আট বছর আগে সেখানে যান হারুন। ভাইদের সহযোগিতায় সোয়েটো এলাকায় নিজে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। গত আট বছরে দুবার দেশে এসে ঘুরে গেছেন হারুন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁর প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। ডাকাতেরা হারুনকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন তিনি। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।
এদিকে হারুনের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হারুনের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে