Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশির মৃত্যুর খবর

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৩, ১২: ৪১
দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশির মৃত্যুর খবর

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় সোয়েটো এলাকার মিডল্যান্ডসে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতদের হামলার শিকার হয়ে প্রাণ হারান এই বাংলাদেশি। নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ এ তথ্য জানান।

মো. হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দীঘিরপাড় এলাকার শহীদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে। সাত ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন হারুন।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ বলেন, নিজের বড় ভাইদের মধ্যে দুজন দক্ষিণ আফ্রিকায় থাকায় জীবিকার সন্ধানে আট বছর আগে সেখানে যান হারুন। ভাইদের সহযোগিতায় সোয়েটো এলাকায় নিজে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন। গত আট বছরে দুবার দেশে এসে ঘুরে গেছেন হারুন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। এ সময় স্থানীয় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তাঁর প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। ডাকাতেরা হারুনকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন তিনি। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে হারুনের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হারুনের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত