Ajker Patrika

রোদ-ধুলোর অত্যাচার, মাঠ ছেড়ে রাস্তায় বিএনপির নেতা-কর্মীরা

রেজা করিম, কুমিল্লা থেকে
আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৫: ৪৪
রোদ-ধুলোর অত্যাচার, মাঠ ছেড়ে রাস্তায় বিএনপির নেতা-কর্মীরা

কুমিল্লার গণসমাবেশস্থলে কড়া রোদের সঙ্গে হানা দিয়েছে উড়তে থাকা ধুলোবালি। আর এতে অনেকটা কাহিল হয়ে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা। রোদ ও ধুলোবালির অত্যাচার থেকে বাঁচতে নেতা-কর্মীদের অনেকেই টাউন হল মাঠ ছেড়ে বেরিয়ে এসে অবস্থান নিয়েছেন বাইরের সড়কে। এ কারণে সমাবেশস্থলের অনেক জায়গাই ছিল ফাঁকা।

রোদ পড়ে এলে মাঠ আবারও কানায় কানায় ভরবে বলে প্রত্যাশা করছেন বিএনপির নেতারা। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ চলে না। এর পরেও নেতা-কর্মীরা ধুলো ও কড়া রোদ উপেক্ষা করে সমাবেশস্থলে রয়েছেন। কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করলেই সমাবেশস্থল জনারণ্যে পরিণত হবে।’

পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার বেলা ১১টায় গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ আরও অনেকে বক্তব্য রাখবেন।

cumilla2সমাবেশে যোগ দিতে এখনো বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে মিছিল আসা অব্যাহত রয়েছে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচেগেয়েও আসছেন অনেকে।

cumilla-3এদিকে সকাল থেকেই সমাবেশস্থলের পূর্ব দিকে ছোট এক মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তাঁর সঙ্গে তাঁর অনুসারীরাও অবস্থান নিয়েছেন। অনেক নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে।

বিএনপির সমাবেশের আরও সংবাদ পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত