রেজা করিম, কুমিল্লা থেকে
কুমিল্লার গণসমাবেশস্থলে কড়া রোদের সঙ্গে হানা দিয়েছে উড়তে থাকা ধুলোবালি। আর এতে অনেকটা কাহিল হয়ে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা। রোদ ও ধুলোবালির অত্যাচার থেকে বাঁচতে নেতা-কর্মীদের অনেকেই টাউন হল মাঠ ছেড়ে বেরিয়ে এসে অবস্থান নিয়েছেন বাইরের সড়কে। এ কারণে সমাবেশস্থলের অনেক জায়গাই ছিল ফাঁকা।
রোদ পড়ে এলে মাঠ আবারও কানায় কানায় ভরবে বলে প্রত্যাশা করছেন বিএনপির নেতারা। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ চলে না। এর পরেও নেতা-কর্মীরা ধুলো ও কড়া রোদ উপেক্ষা করে সমাবেশস্থলে রয়েছেন। কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করলেই সমাবেশস্থল জনারণ্যে পরিণত হবে।’
পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার বেলা ১১টায় গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ আরও অনেকে বক্তব্য রাখবেন।
সমাবেশে যোগ দিতে এখনো বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে মিছিল আসা অব্যাহত রয়েছে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচেগেয়েও আসছেন অনেকে।
এদিকে সকাল থেকেই সমাবেশস্থলের পূর্ব দিকে ছোট এক মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তাঁর সঙ্গে তাঁর অনুসারীরাও অবস্থান নিয়েছেন। অনেক নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে।
বিএনপির সমাবেশের আরও সংবাদ পড়ুন:
কুমিল্লার গণসমাবেশস্থলে কড়া রোদের সঙ্গে হানা দিয়েছে উড়তে থাকা ধুলোবালি। আর এতে অনেকটা কাহিল হয়ে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা। রোদ ও ধুলোবালির অত্যাচার থেকে বাঁচতে নেতা-কর্মীদের অনেকেই টাউন হল মাঠ ছেড়ে বেরিয়ে এসে অবস্থান নিয়েছেন বাইরের সড়কে। এ কারণে সমাবেশস্থলের অনেক জায়গাই ছিল ফাঁকা।
রোদ পড়ে এলে মাঠ আবারও কানায় কানায় ভরবে বলে প্রত্যাশা করছেন বিএনপির নেতারা। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘প্রকৃতির সঙ্গে যুদ্ধ চলে না। এর পরেও নেতা-কর্মীরা ধুলো ও কড়া রোদ উপেক্ষা করে সমাবেশস্থলে রয়েছেন। কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করলেই সমাবেশস্থল জনারণ্যে পরিণত হবে।’
পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার বেলা ১১টায় গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ আরও অনেকে বক্তব্য রাখবেন।
সমাবেশে যোগ দিতে এখনো বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে মিছিল আসা অব্যাহত রয়েছে। বাদ্যযন্ত্রের তালে তালে নেচেগেয়েও আসছেন অনেকে।
এদিকে সকাল থেকেই সমাবেশস্থলের পূর্ব দিকে ছোট এক মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তাঁর সঙ্গে তাঁর অনুসারীরাও অবস্থান নিয়েছেন। অনেক নেতা-কর্মীকে তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে।
বিএনপির সমাবেশের আরও সংবাদ পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৩ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
৩ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে