Ajker Patrika

টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন নিহত, অস্ত্র উদ্ধার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ জন নিহত, অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত দলের হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ (৩৩) নিহত হয়েছেন। এ সময় দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর রাতে হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরের পাহাড়ের পাদদেশে র‍্যাব ও ডাকাত দলের এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 

নিহত হাসিমুল্লাহ জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা শিবিরের সি ব্লকের বশির আহমদের ছেলে। 

স্থানীয়রা জানায়, হাশেম উল্লাহর নেতৃত্বে ক্যাম্প এবং ক্যাম্পের আশপাশের এলাকায় অবস্থানরত ডাকাতদের সমন্বয়ে অপহরণ, ডাকাতি ও ইয়াবাসহ লুটপাটের অভিযোগ রয়েছে। 

টেকনাফ র‍্যাব ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুর রহমান জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা শিবিরে পাহাড়ের পাদদেশে অস্ত্রধারী ডাকাত দলের অবস্থান জানতে পেরে র‍্যাব ১৫-এর একটি দল অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। গুলিবিনিময়ের একপর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে দুইটি দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধারসহ গুলিবিদ্ধ আহত ওই রোহিঙ্গাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লে. মাহবুব আরও জানান, এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত হাশেমুল্লাহ শীর্ষ ডাকাত দল হাসেম উল্লাহ বাহিনীর প্রধান ছিলেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, মাদক ও অস্ত্রসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। তাঁর মরদেহে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত