নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম সমুদ্রবন্দরে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে মো. মাহফুজ শেখ নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
বন্দর কর্তৃপক্ষের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজ জানিয়েছেন, তিনি বাণিজ্যিক জাহাজে ঢুকে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করেছিলেন। তিনি মুকসুদপুরের বোয়ালিয়ার শেখবাড়ির টুকু শেখের ছেলে। তাঁর কাছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চিড়া, খাওয়ার পানিসহ একটি ব্যাগ পাওয়া গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের ভেতরে অবৈধভাবে ঢুকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরার সময় নিরাপত্তাকর্মীরা মো. মাহফুজ শেখকে আটক করেন।
এদিকে একই দিনে বিভিন্ন সময়ে বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে আরও দুজনকে আটক করা হয়। চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, ভোরে বন্দরের ১ নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে মো. আবুল খায়ের নামের একজন আটক হন। তিনি নোয়াখালীর সেনবাগের গোপালপুরের মো. হানিফের ছেলে।
এ ছাড়া বেলা সোয়া ২টার দিকে জিসিবি-২ নম্বর গেট দিয়ে অন্য একজনের প্রবেশ পাস দিয়ে কাভার্ড ভ্যানের গেট পাস সংগ্রহ করে বন্দরের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে মেহেদি হাসান লাবলু নামের অপর একজনকে আটক করেন দায়িত্বরত নিরাপত্তা বিভাগের সদস্যরা। আটক মেহেদি খাগড়াছড়ির মানিকছড়ির মহামুনিপাড়ার বাসিন্দা। শফিকুল ইসলাম নামের একজনের প্রবেশ পাস দিয়ে মেহেদি হাসান লাবলু ভেতরে ঢোকেন। তিনি লাবলুর মামা। শফিকুল কিছুদিন আগে মারা গেছেন বলে জানিয়েছে নিরাপত্তা বিভাগ।
বন্দরসচিব ওমর ফারুক জানান, অবৈধভাবে বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। তাঁদের বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের মধ্যে মাহফুজ শেখ বিদেশগামী বাণিজ্যিক জাহাজে ঢুকে পাড়ি জমানোর পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম সমুদ্রবন্দরে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে মো. মাহফুজ শেখ নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
বন্দর কর্তৃপক্ষের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজ জানিয়েছেন, তিনি বাণিজ্যিক জাহাজে ঢুকে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করেছিলেন। তিনি মুকসুদপুরের বোয়ালিয়ার শেখবাড়ির টুকু শেখের ছেলে। তাঁর কাছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চিড়া, খাওয়ার পানিসহ একটি ব্যাগ পাওয়া গেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের ভেতরে অবৈধভাবে ঢুকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরার সময় নিরাপত্তাকর্মীরা মো. মাহফুজ শেখকে আটক করেন।
এদিকে একই দিনে বিভিন্ন সময়ে বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে আরও দুজনকে আটক করা হয়। চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, ভোরে বন্দরের ১ নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে মো. আবুল খায়ের নামের একজন আটক হন। তিনি নোয়াখালীর সেনবাগের গোপালপুরের মো. হানিফের ছেলে।
এ ছাড়া বেলা সোয়া ২টার দিকে জিসিবি-২ নম্বর গেট দিয়ে অন্য একজনের প্রবেশ পাস দিয়ে কাভার্ড ভ্যানের গেট পাস সংগ্রহ করে বন্দরের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে মেহেদি হাসান লাবলু নামের অপর একজনকে আটক করেন দায়িত্বরত নিরাপত্তা বিভাগের সদস্যরা। আটক মেহেদি খাগড়াছড়ির মানিকছড়ির মহামুনিপাড়ার বাসিন্দা। শফিকুল ইসলাম নামের একজনের প্রবেশ পাস দিয়ে মেহেদি হাসান লাবলু ভেতরে ঢোকেন। তিনি লাবলুর মামা। শফিকুল কিছুদিন আগে মারা গেছেন বলে জানিয়েছে নিরাপত্তা বিভাগ।
বন্দরসচিব ওমর ফারুক জানান, অবৈধভাবে বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। তাঁদের বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের মধ্যে মাহফুজ শেখ বিদেশগামী বাণিজ্যিক জাহাজে ঢুকে পাড়ি জমানোর পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু তোলার কাজ। বিশেষ করে উপজেলার সাঁও, চাওয়াই ও করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে নির্বিচারে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে এবং আশঙ্কা দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের। নদীর দুই তীর, ফসলি জম
৮ মিনিট আগেচলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরনের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানির প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি জাতীয় নিরাপত্তা প্লাটফর্মে আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১ ঘণ্টা আগেজনবলসহ বিভিন্ন সংকটে ভুগছে ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার ২০ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার এই কেন্দ্রটিতে প্রয়োজনের চেয়ে কয়েক গুণ কম চিকিৎসক, কর্মচারী আছেন। ফলে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের চিকিৎসাসেবা।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা মীরাবাড়ির বাসিন্দা আসাদ ভূঁইয়া (৪৫)। কাজ করতেন স্থানীয় এক ওয়ার্কশপে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন কোনোরকমে। গত বছরের ২৫ আগস্ট রূপসী মোড়ে গাজী টায়ার্স কারখানায় লুটপাট ও মারামারি শুরু হলে হাজারো
২ ঘণ্টা আগে