Ajker Patrika

‘হামলা-ভাঙচুর, বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ এলাকা ছাড়ার হুমকি নৌকার প্রার্থীর’

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২০: ২০
‘হামলা-ভাঙচুর, বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ এলাকা ছাড়ার হুমকি নৌকার প্রার্থীর’

লক্ষ্মীপুর-২ (রায়পুর এবং লক্ষ্মীপুর সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীক) সমর্থকদের ওপর হামলা-ভাঙচুর, এজেন্টদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত আসনের এমপি কাজী সেলিনা ইসলাম।

সংবাদ সম্মেলনে সেলিনা ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরীর নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর বেশ কয়েকজন সমর্থককে তুলে নিয়ে নয়নের বাসায় আটকে রাখে। পরে তাঁর পক্ষে যেন ভোট বা প্রচার-প্রচারণায় অংশ না নেন এই ধরনের হুমকি-ধমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া প্রচার মাইক ভাঙচুর ও নির্বাচনী কার্যালয় দখলের চেষ্টাও করে তারা।

কাজী সেলিনা ইসলাম আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার তাঁর স্বামী লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলসহ পরিবারের লোকজন। তাঁর স্বামী এমপি থাকার সময় বর্তমান আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের ভাই আদনান চৌধুরী তাঁর স্বাক্ষর জাল করেন। যে কারণে তাঁকে ব্যক্তিগত সহকারী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সংরক্ষিত আসনের এই এমপি বলেন, এরপর থেকে শুরু হয় ষড়যন্ত্র। বর্তমানেও ষড়যন্ত্র চলছে। যতই হুমকি-ধমকি আসুক, নির্বাচনী মাঠ তিনি ছেড়ে যাবেন না। তিনি বলেন, ‘মাঠে আছি, মাঠ থাকব, এলাকার জনগণ আমার সঙ্গে আছে। আমার স্বামী কাজী শহীদ ইসলাম পাপুলের অসম্পন্ন কাজ সম্পন্ন করতেই নির্বাচনে অংশ নিয়েছি।’ নির্বাচনে বিজয়ের শতভাগ আশা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁর প্রধান নির্বাচনী সমন্বয়ক শেখ ফয়জুল্লাহ শিপনসহ অন্য নেতা-কর্মীরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, সকল প্রার্থী শান্তিপূর্ণভাবে মিলেমিশে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখানে স্বতন্ত্র প্রার্থী কাজী সেলিনা ইসলামের কোনো লোকজনকে ধরে নিয়ে আসা হয়নি বা প্রচার মাইক ভাঙচুর, এজেন্টদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ সকল অভিযোগ ভিত্তিহীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত