ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়েছে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তবে নিষেধাজ্ঞার প্রথম দিনে জেলার ফরিদগঞ্জ উপজেলা সদরের বাজারগুলোতে চলছে ইলিশের বেচা বিক্রি। এতে নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিন বাজারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন বিক্রেতা ইলিশ মাছের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রির জন্য। তাদের মধ্যে বিক্রেতা জাবেদ, আবুল হোসেন ও আক্তার হোসেন বলেন, ‘এগুলো আমাদের আগের মাছ।’ এখন মাছ ক্রয়–বিক্রয়ের নিষেধাজ্ঞা চলছে এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি তারা।
বাজারে মাছের আড়তদার দিলিপ চন্দ্র দাস বলেন, ‘আমাদের কাছে ইলিশ মাছ নেই। তবে সকাল থেকেই কয়েকজন ব্যবসায়ী বাজারে ইলিশ মাছ বিক্রি করছে। তাদের বাধা দিলেও তারা শোনেন নি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘মৎস্য বিভাগের লোকজন গোপনে প্রচারণা চালানোর কারণে এখনো ইলিশ মাছ বিক্রেতা ও ক্রেতারা অসচেতন রয়ে গেছেন।’
বাজারে ইলিশ মাছ দেখে ক্ষোভ প্রকাশ করে আইনজীবী নইমুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কতটুকু উদাসীনতা থাকলে নিষেধাজ্ঞার প্রথম দিনে এভাবে উপজেলা সদরের একটি বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না।’
জানতে চাইলে ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘নিষেধাজ্ঞার বিষয়ে এখন আমাদের জানানো হয়নি। তাই আমি ব্যবসায়ীদের সতর্ক করতে পারিনি।’
এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের একজন সহকারী জানিয়েছেন, তাদের স্যার অফিসের কাজে জেলা শহরে আছেন। পরে জেলা মৎস্য কর্মকর্তাকে মোবাইল ফোনে কল দিলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মিটিংয়ে আছি।’
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে ইলিশ মাছ বিক্রির বিষয়টি জেনেছি, আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’
ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়েছে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তবে নিষেধাজ্ঞার প্রথম দিনে জেলার ফরিদগঞ্জ উপজেলা সদরের বাজারগুলোতে চলছে ইলিশের বেচা বিক্রি। এতে নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিন বাজারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন বিক্রেতা ইলিশ মাছের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রির জন্য। তাদের মধ্যে বিক্রেতা জাবেদ, আবুল হোসেন ও আক্তার হোসেন বলেন, ‘এগুলো আমাদের আগের মাছ।’ এখন মাছ ক্রয়–বিক্রয়ের নিষেধাজ্ঞা চলছে এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি তারা।
বাজারে মাছের আড়তদার দিলিপ চন্দ্র দাস বলেন, ‘আমাদের কাছে ইলিশ মাছ নেই। তবে সকাল থেকেই কয়েকজন ব্যবসায়ী বাজারে ইলিশ মাছ বিক্রি করছে। তাদের বাধা দিলেও তারা শোনেন নি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘মৎস্য বিভাগের লোকজন গোপনে প্রচারণা চালানোর কারণে এখনো ইলিশ মাছ বিক্রেতা ও ক্রেতারা অসচেতন রয়ে গেছেন।’
বাজারে ইলিশ মাছ দেখে ক্ষোভ প্রকাশ করে আইনজীবী নইমুল ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কতটুকু উদাসীনতা থাকলে নিষেধাজ্ঞার প্রথম দিনে এভাবে উপজেলা সদরের একটি বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না।’
জানতে চাইলে ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘নিষেধাজ্ঞার বিষয়ে এখন আমাদের জানানো হয়নি। তাই আমি ব্যবসায়ীদের সতর্ক করতে পারিনি।’
এ বিষয়ে জানতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের একজন সহকারী জানিয়েছেন, তাদের স্যার অফিসের কাজে জেলা শহরে আছেন। পরে জেলা মৎস্য কর্মকর্তাকে মোবাইল ফোনে কল দিলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মিটিংয়ে আছি।’
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে ইলিশ মাছ বিক্রির বিষয়টি জেনেছি, আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১৩ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২৮ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে