সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সন্দীপে বাল্কহেড ডুবে যাওয়ার চার দিন পর সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সৈকত সংলগ্ন সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। বাল্কহেড ডুবির ঘটনায় এখনো তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
নিহত নবীর হোসেন (১৯) লক্ষ্মীপুর জেলার আলেকজেন্ডার থানার সবুজ এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূল থেকে বালুবাহী বাল্কহেডটি সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলের চার কিলোমিটার এলাকা অতিক্রমকালে বড় ঢেউয়ের কবলে পড়ে ইঞ্জিনের অংশ ডুবে যায়।
এতে নিখোঁজ হন ওই বাল্কহেডে থাকা শ্রমিক মো. মান্নান (২৬), আবদুল হান্নান (১৯), সোনা মিয়া (৫৫) ও নবীর হোসেন (১৯)। এ ঘটনার চার শ্রমিককে উদ্ধারে অভিযান চালান ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত মঙ্গলবার রাতে দুর্ঘটনা ও নিখোঁজের ঘটনায় বাল্কহেডের মালিক সৈয়দ জুনাইদুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে নিখোঁজের চার দিন পর চার শ্রমিকের মধ্যে নবীর মরদেহ পাওয়া গেল। তবে এখনো তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আরও জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নৌ–পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, দুপুরে সাগর উপকূলে হলুদ টিশার্ট পরিহিত এক তরুণের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন মরদেহটি চিনতে না পেরে বিষয়টি তাদের জানালে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং গাউছিয়া কমিটির সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের বাবা মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে জানান, তার ছেলে নবীর হোসেন লক্ষ্মীপুরের একটি মাদ্রাসায় আলিম শ্রেণিতে পড়াশোনা করত। এক মাস আগে মাদ্রাসার শিক্ষকেরা নবীরকে বকাঝকা করেন এবং শাস্তি দেন। এরপর নবীর পরিবারের কাউকে না জানিয়ে রাগ করে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। সেখান থেকে পালিয়ে সীতাকুণ্ডে চলে আসে এবং একটি বালু বহনকারী বাল্কহেডে শ্রমিকের কাজ নেন।
ইব্রাহিম আরও বলেন, ‘সীতাকুণ্ডে পালিয়ে এসে কাজ নেওয়ার সপ্তাহখানেক পর নবী তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। তবে আমি রাগ করে ছেলের সঙ্গে কথা বলিনি। আমি আমার কলিজার টুকরার মুখে আর কখনো আব্বু ডাক শুনতে পারব না।’
চট্টগ্রামের সন্দীপে বাল্কহেড ডুবে যাওয়ার চার দিন পর সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সৈকত সংলগ্ন সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। বাল্কহেড ডুবির ঘটনায় এখনো তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
নিহত নবীর হোসেন (১৯) লক্ষ্মীপুর জেলার আলেকজেন্ডার থানার সবুজ এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূল থেকে বালুবাহী বাল্কহেডটি সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলের চার কিলোমিটার এলাকা অতিক্রমকালে বড় ঢেউয়ের কবলে পড়ে ইঞ্জিনের অংশ ডুবে যায়।
এতে নিখোঁজ হন ওই বাল্কহেডে থাকা শ্রমিক মো. মান্নান (২৬), আবদুল হান্নান (১৯), সোনা মিয়া (৫৫) ও নবীর হোসেন (১৯)। এ ঘটনার চার শ্রমিককে উদ্ধারে অভিযান চালান ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত মঙ্গলবার রাতে দুর্ঘটনা ও নিখোঁজের ঘটনায় বাল্কহেডের মালিক সৈয়দ জুনাইদুল হক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে নিখোঁজের চার দিন পর চার শ্রমিকের মধ্যে নবীর মরদেহ পাওয়া গেল। তবে এখনো তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আরও জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নৌ–পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. নাসির উদ্দিন বলেন, দুপুরে সাগর উপকূলে হলুদ টিশার্ট পরিহিত এক তরুণের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন মরদেহটি চিনতে না পেরে বিষয়টি তাদের জানালে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং গাউছিয়া কমিটির সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের বাবা মো. ইব্রাহিম আজকের পত্রিকাকে জানান, তার ছেলে নবীর হোসেন লক্ষ্মীপুরের একটি মাদ্রাসায় আলিম শ্রেণিতে পড়াশোনা করত। এক মাস আগে মাদ্রাসার শিক্ষকেরা নবীরকে বকাঝকা করেন এবং শাস্তি দেন। এরপর নবীর পরিবারের কাউকে না জানিয়ে রাগ করে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। সেখান থেকে পালিয়ে সীতাকুণ্ডে চলে আসে এবং একটি বালু বহনকারী বাল্কহেডে শ্রমিকের কাজ নেন।
ইব্রাহিম আরও বলেন, ‘সীতাকুণ্ডে পালিয়ে এসে কাজ নেওয়ার সপ্তাহখানেক পর নবী তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। তবে আমি রাগ করে ছেলের সঙ্গে কথা বলিনি। আমি আমার কলিজার টুকরার মুখে আর কখনো আব্বু ডাক শুনতে পারব না।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
২ ঘণ্টা আগে