রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশকে ভারত সরকারের দেওয়া উপহার ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স পেয়েছে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল শনিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুর আলম দ্বীন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম এমপি বলেন, ভারতের সঙ্গে আমাদের রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। তাদের সঙ্গে আমাদের খাবার, সংস্কৃতিতে রয়েছে মিল। তিনি ঘোষণা দেন, রাউজানে উপহার পাওয়া অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের যে কারও প্রয়োজনে নিয়ম মেনে নিতে পারবেন। আমরা মানুষের সংকটকালে সব সময় পাশে আছি। জীবন বাঁচানোই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করে বলেন, ভারত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসামগ্রী, ভ্যাকসিন ও অক্সিজেন সরবরাহ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার, জনগণ ও সেনাবাহিনী সার্বিক সহায়তা করেছে। ৫০ বছরে ভারত ও বাংলাদেশের দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হয়েছে। বাংলাদেশের উন্নতিতে ভারতবাসী আনন্দিত।
তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রাউজান ভ্রমণ করার কথা উল্লেখ করে বলেন, উপমহাদেশের বীর সন্তান মাস্টার দা সূর্যসেন আমাদের গর্ব। কলকাতাসহ ভারতের অনেক শহরে মাস্টার দা’র নামে স্মারক ও সড়ক আছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান। স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কুমার পালিত, যুবলীগ নেতা সুমন দে প্রমুখ।
বাংলাদেশকে ভারত সরকারের দেওয়া উপহার ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স পেয়েছে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল শনিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুর আলম দ্বীন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম এমপি বলেন, ভারতের সঙ্গে আমাদের রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। তাদের সঙ্গে আমাদের খাবার, সংস্কৃতিতে রয়েছে মিল। তিনি ঘোষণা দেন, রাউজানে উপহার পাওয়া অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের যে কারও প্রয়োজনে নিয়ম মেনে নিতে পারবেন। আমরা মানুষের সংকটকালে সব সময় পাশে আছি। জীবন বাঁচানোই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করে বলেন, ভারত কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসামগ্রী, ভ্যাকসিন ও অক্সিজেন সরবরাহ দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার, জনগণ ও সেনাবাহিনী সার্বিক সহায়তা করেছে। ৫০ বছরে ভারত ও বাংলাদেশের দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় হয়েছে। বাংলাদেশের উন্নতিতে ভারতবাসী আনন্দিত।
তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রাউজান ভ্রমণ করার কথা উল্লেখ করে বলেন, উপমহাদেশের বীর সন্তান মাস্টার দা সূর্যসেন আমাদের গর্ব। কলকাতাসহ ভারতের অনেক শহরে মাস্টার দা’র নামে স্মারক ও সড়ক আছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান। স্বাগত বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল কুমার পালিত, যুবলীগ নেতা সুমন দে প্রমুখ।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৯ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে