নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলা হবে। মাসব্যাপী চলবে এ মেলা। এতে দেশের ছাড়াও ভারত, থাইল্যান্ড ও ইরানের স্টল থাকবে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার নেতারা।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘১৯৯৩ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছি। মেলায় আমরা বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করেছি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন করবেন। বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপও তাদের পণ্যের প্রচার প্রসারে মেলায় প্যাভিলিয়ন সাজাবে।’
সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন লিখিত বক্তব্যে জানান, নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এবারের মেলায় তিনটি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টল নিয়ে ৩০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল ও ১১টি ফুড স্টল থাকছে মেলায়।
মেলার শিশুদের বিনোদনের জন্য মাঠের দক্ষিণ পাশে বিনোদনকেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ফোয়ারাসহ ১২ হাজার ৩২০ বর্গফুটের একটি খোলা প্লাজা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে প্লে থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়া ছাত্র-ছাত্রীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলা হবে। মাসব্যাপী চলবে এ মেলা। এতে দেশের ছাড়াও ভারত, থাইল্যান্ড ও ইরানের স্টল থাকবে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার নেতারা।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘১৯৯৩ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছি। মেলায় আমরা বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করেছি। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শনের ব্যবস্থা করেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন করবেন। বিভিন্ন প্রতিষ্ঠিত গ্রুপও তাদের পণ্যের প্রচার প্রসারে মেলায় প্যাভিলিয়ন সাজাবে।’
সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন লিখিত বক্তব্যে জানান, নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এবারের মেলায় তিনটি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টল নিয়ে ৩০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল ও ১১টি ফুড স্টল থাকছে মেলায়।
মেলার শিশুদের বিনোদনের জন্য মাঠের দক্ষিণ পাশে বিনোদনকেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ফোয়ারাসহ ১২ হাজার ৩২০ বর্গফুটের একটি খোলা প্লাজা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে প্লে থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়া ছাত্র-ছাত্রীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে