নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এক যুগ পর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৭ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল এই আদেশ দেন।
আসামিরা হলেন-মোহাম্মদ তৌহিদ, আবদুল জলিল, শাহ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, দীল মোহাম্মদ প্রকাশ দ্বীন মোহাম্মদ, আবদুল আজিজ, মোহাম্মদ ইলিয়াছ, মাহমুদুল হক প্রকাশ কালা মাদু, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, জাগির প্রকাশ জাকির হোসেন, লেদু প্রকাশ জয়নাল আবেদীন, লতিফ প্রকাশ লতু, সাতকানিয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোনাফ, ওসমান গণি চৌধুরী, আবু তাহের ও সারোয়ার সালাম।
মামলার বাদীপক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ এক যুগ আগে সংঘটিত চেয়ারম্যান নুরুল আবছার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলায় আসামিদের বিচার শুরু হলো।’
তথ্য মতে, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে। পরে এ ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে এবং রাজনৈতিক কারণে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোনাফ, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওসমান গণি চৌধুরী, মো. সারওয়ার সালাম ও আবু তাহেরের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণেই মূলত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে আসে।
মামলার দীর্ঘ তদন্ত শেষে সাতকানিয়া সার্কেলের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ২০১৮ সালে ১৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে এজাহারভুক্ত আসামি মোনাফ, ওসমান গণিকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেন।
পরে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন বাদী। বাদীর নারাজি আবেদন আংশিক গ্রহণ করে চট্টগ্রামের তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায় আব্দুল মোনাফ, ওসমান গণি, আবু তাহের, সারোয়ার সালামকে বিচারের আওতায় আনার আদেশ দেন।
এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ / ৩৪ ধারায় বিচার শুরুর আদেশ দিলেন বিচারক মো. রবিউল আউয়াল।
এক যুগ পর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৭ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল এই আদেশ দেন।
আসামিরা হলেন-মোহাম্মদ তৌহিদ, আবদুল জলিল, শাহ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, দীল মোহাম্মদ প্রকাশ দ্বীন মোহাম্মদ, আবদুল আজিজ, মোহাম্মদ ইলিয়াছ, মাহমুদুল হক প্রকাশ কালা মাদু, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, জাগির প্রকাশ জাকির হোসেন, লেদু প্রকাশ জয়নাল আবেদীন, লতিফ প্রকাশ লতু, সাতকানিয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোনাফ, ওসমান গণি চৌধুরী, আবু তাহের ও সারোয়ার সালাম।
মামলার বাদীপক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ এক যুগ আগে সংঘটিত চেয়ারম্যান নুরুল আবছার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলায় আসামিদের বিচার শুরু হলো।’
তথ্য মতে, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে। পরে এ ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে এবং রাজনৈতিক কারণে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোনাফ, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওসমান গণি চৌধুরী, মো. সারওয়ার সালাম ও আবু তাহেরের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণেই মূলত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে আসে।
মামলার দীর্ঘ তদন্ত শেষে সাতকানিয়া সার্কেলের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ২০১৮ সালে ১৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে এজাহারভুক্ত আসামি মোনাফ, ওসমান গণিকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেন।
পরে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন বাদী। বাদীর নারাজি আবেদন আংশিক গ্রহণ করে চট্টগ্রামের তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায় আব্দুল মোনাফ, ওসমান গণি, আবু তাহের, সারোয়ার সালামকে বিচারের আওতায় আনার আদেশ দেন।
এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ / ৩৪ ধারায় বিচার শুরুর আদেশ দিলেন বিচারক মো. রবিউল আউয়াল।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৩৮ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৮ ঘণ্টা আগে