Ajker Patrika

ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয়নি: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২৩: ৩৫
ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয়নি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেছনে ছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই। আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে, যাতে ষড়যন্ত্রকারীরা এ দেশে আর স্থান না পায়।’

আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশের মানুষের দুঃসময়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে দেওয়াসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে হবে।’ 

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন প্রমুখ। 

অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত