Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির মালিকের স্ত্রীকে হত্যার অভিযোগে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২১: ৫৪
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির মালিকের স্ত্রীকে হত্যার অভিযোগে যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বকেয়া ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে বাড়ির মালিকের স্ত্রীকে হত্যার অভিযোগে আমিন (২৫) নামের এক ভাড়াটিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা উচাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিনা বেগম ওই এলাকার মো. সবুজ আলীর স্ত্রী। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আমিন পাশের এলাকা রহমতপাড়ার মৃত হীরা মিয়ার ছেলে। তবে তিনি স্ত্রী নিয়ে পাঁচ-ছয় মাস আগে সবুজ আলীর বাড়িতে ঘর ভাড়া নিয়ে বাস করতে শুরু করেন। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে শিরিনা বেগম ঘরের ভাড়া আনতে আমিনের ঘরে যান। এর পর থেকেই তাঁকে পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে ঘর তালা দিয়ে ভাড়াটিয়া আমিনকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে সন্দেহ হলে পরিবারের লোকজন আমিনের কাছে শিরিনা বেগমের কথা জানতে চান। তখন তিনি জানান শিরিনের মরদেহ তাঁর খাটের নিচে রয়েছে। এরপর মরদেহ উদ্ধার করে এবং তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে তুলে দেন পরিবারের সদস্যরা। 

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, শিরিনাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে আমিনকে আটক করেছে পুলিশ। বকেয়া ভাড়া নিয়েই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ নিয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গের পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত