ফেনী প্রতিনিধি
জুমার নামাজের বয়ানে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ও সমসাময়িক বিষয়ে কথা বলায় ফেনীতে মসজিদের এক ইমামকে অপদস্থ করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের পূর্ব নৈরাজপুর গ্রামের চৌধুরী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অপমানবোধ থেকে উপস্থিত মুসল্লিদের সামনে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ওই ইমাম হাফেজ মাওলানা জিয়াউল হক। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা বলিপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে। দেড় বছর ধরে ওই মসজিদের পেশ ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জুমার খুতবার আগে জুলুম ও হত্যার পরিণাম নিয়ে কোরআন হাদিসের আলোকে বয়ান করছিলেন ইমাম সাহেব। উদাহরণ দিতে গিয়ে তিনি বর্তমান প্রেক্ষাপটে চলমান ছাত্র আন্দোলনে নির্বিচারে হত্যা নির্যাতনের কথা বলেন। এ সময় মুসল্লিদের মধ্যে আবদুর রহিম, তাঁর ভাই আবদুল মন্নান ও ভগ্নিপতি রবিউল হক (পুলিশ) উত্তেজিত হয়ে ওঠেন। ইমাম কেন সরকারের বিপক্ষে বয়ান করছেন, তার জন্য তাঁরা জবাবদিহি চান।
এ সময় তাঁরা ইমামকে রাজাকার বলে গালমন্দ হুমকি দেন। ইমামের সামনে থেকে মাইক ও তাঁর মোবাইল কেড়ে নিয়ে নেন তাঁরা। মুহূর্তে মুসল্লিদের মধ্যে হট্টগোল বেধে যায়। পরে মসজিদ কমিটির ক্যাশিয়ার গিয়াস উদ্দিন চৌধুরী বিষয়টি পরে দেখা হবে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
মসজিদ কমিটির ক্যাশিয়ার গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘ইমাম সাহেব তাঁর বক্তব্যে ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে কথা বললে কয়েকজন মুসল্লি উত্তেজিত হয়ে পড়েন। তাৎক্ষণিক উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছি। নামাজ শেষ করে ইমাম সাহেব স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। মসজিদ কমিটির সভাপতিকে বিষয়টি অবগত করা হয়েছে। ঢাকা থেকে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মসজিদের মুয়াজ্জিন মাওলানা ইউসুফ বলেন, ‘হুজুর সব সময় জুমার বয়ানে সমসাময়িক বিষয়ে নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন। আজ শুক্রবার জুলুম ও হত্যার পরিণাম বিষয় বক্তব্য রাখার সময় কোটা আন্দোলনে ছাত্রদের হত্যার বিষয়টি তুলে ধরেন। এতে কয়েকজন মুসল্লি হুজুরকে অহেতুক অপদস্থ করেন। এটি কোনোভাবেই কাম্য নয়। মুসল্লিদের সামনে নিজের অপমান সহ্য করতে না পেরে হুজুর স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে ইমাম হাফেজ মাওলানা জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোরআন হাদিসের আলোকে জুলুম ও হত্যার পরিণামের কথা বলার চেষ্টা করেছিলাম। উদাহরণ দিতে গিয়ে ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার কথা বলাতে আওয়ামী লীগ পরিচয়ধারী দুই–তিনজন মুসল্লি প্রকাশ্যে অপমান-অপদস্থ করেন। আব্দুর রহিম খান তেড়ে এসে আমার সামনে থাকা মাইক সরিয়ে আমাকে রাজাকার বলে সম্বোধন করেন। আবদুল মন্নান ও রবিউল হক আমাকে অকথ্য ভাষায় কথাবার্তা বলতে থাকেন। তাঁরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সাধারণ মুসল্লিরাও জোর প্রতিবাদ করেনি। পরে নামাজ শেষ করে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছি।’
ইমামকে অপদস্থের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবদুর রহিম খান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এ হুজুর মিথ্যাবাদী। সে মোবাইল দেখে ফেসবুকে কী ঘটছে সেটা নিয়ে আলোচনা করছিল। আমি তাকে এসব না বলে কোরআন হাদিস থেকে কথা বলার অনুরোধ করেছি। আমি তার কাছ থেকে মাইক ও মোবাইল ফোন কেড়ে নেয়নি।’
এ বিষয়ে ঢাকায় অবস্থানরত মসজিদ কমিটির সভাপতি রবিউল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি ইতিমধ্যে জেনেছি। যারা ইমামের সঙ্গে অশোভন আচরণ করেছেন, তাঁরা ক্ষমতাসীন দলের লোক। ইমাম সাহেব স্বেচ্ছায় চাকরি ছেড়ে না দিয়ে আমাদের সিদ্ধান্তের অপেক্ষা করতে পারতেন। যেহেতু এখন বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে চাচ্ছি না। তবুও ফেনী এসে কমিটির লোকদের নিয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত নিব।’
ফরহাদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু বলেন, ‘বিষয়টি আমাকে জানায়নি। আপনার কাছে জানতে পারলাম। বিস্তারিত জেনে এ বিষয়ে করণীয় পদক্ষেপ নেওয়া হবে।’
জুমার নামাজের বয়ানে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ও সমসাময়িক বিষয়ে কথা বলায় ফেনীতে মসজিদের এক ইমামকে অপদস্থ করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের পূর্ব নৈরাজপুর গ্রামের চৌধুরী বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অপমানবোধ থেকে উপস্থিত মুসল্লিদের সামনে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ওই ইমাম হাফেজ মাওলানা জিয়াউল হক। তিনি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা বলিপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে। দেড় বছর ধরে ওই মসজিদের পেশ ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জুমার খুতবার আগে জুলুম ও হত্যার পরিণাম নিয়ে কোরআন হাদিসের আলোকে বয়ান করছিলেন ইমাম সাহেব। উদাহরণ দিতে গিয়ে তিনি বর্তমান প্রেক্ষাপটে চলমান ছাত্র আন্দোলনে নির্বিচারে হত্যা নির্যাতনের কথা বলেন। এ সময় মুসল্লিদের মধ্যে আবদুর রহিম, তাঁর ভাই আবদুল মন্নান ও ভগ্নিপতি রবিউল হক (পুলিশ) উত্তেজিত হয়ে ওঠেন। ইমাম কেন সরকারের বিপক্ষে বয়ান করছেন, তার জন্য তাঁরা জবাবদিহি চান।
এ সময় তাঁরা ইমামকে রাজাকার বলে গালমন্দ হুমকি দেন। ইমামের সামনে থেকে মাইক ও তাঁর মোবাইল কেড়ে নিয়ে নেন তাঁরা। মুহূর্তে মুসল্লিদের মধ্যে হট্টগোল বেধে যায়। পরে মসজিদ কমিটির ক্যাশিয়ার গিয়াস উদ্দিন চৌধুরী বিষয়টি পরে দেখা হবে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
মসজিদ কমিটির ক্যাশিয়ার গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, ‘ইমাম সাহেব তাঁর বক্তব্যে ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে কথা বললে কয়েকজন মুসল্লি উত্তেজিত হয়ে পড়েন। তাৎক্ষণিক উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছি। নামাজ শেষ করে ইমাম সাহেব স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। মসজিদ কমিটির সভাপতিকে বিষয়টি অবগত করা হয়েছে। ঢাকা থেকে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মসজিদের মুয়াজ্জিন মাওলানা ইউসুফ বলেন, ‘হুজুর সব সময় জুমার বয়ানে সমসাময়িক বিষয়ে নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন। আজ শুক্রবার জুলুম ও হত্যার পরিণাম বিষয় বক্তব্য রাখার সময় কোটা আন্দোলনে ছাত্রদের হত্যার বিষয়টি তুলে ধরেন। এতে কয়েকজন মুসল্লি হুজুরকে অহেতুক অপদস্থ করেন। এটি কোনোভাবেই কাম্য নয়। মুসল্লিদের সামনে নিজের অপমান সহ্য করতে না পেরে হুজুর স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে ইমাম হাফেজ মাওলানা জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোরআন হাদিসের আলোকে জুলুম ও হত্যার পরিণামের কথা বলার চেষ্টা করেছিলাম। উদাহরণ দিতে গিয়ে ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার কথা বলাতে আওয়ামী লীগ পরিচয়ধারী দুই–তিনজন মুসল্লি প্রকাশ্যে অপমান-অপদস্থ করেন। আব্দুর রহিম খান তেড়ে এসে আমার সামনে থাকা মাইক সরিয়ে আমাকে রাজাকার বলে সম্বোধন করেন। আবদুল মন্নান ও রবিউল হক আমাকে অকথ্য ভাষায় কথাবার্তা বলতে থাকেন। তাঁরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সাধারণ মুসল্লিরাও জোর প্রতিবাদ করেনি। পরে নামাজ শেষ করে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছি।’
ইমামকে অপদস্থের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবদুর রহিম খান বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এ হুজুর মিথ্যাবাদী। সে মোবাইল দেখে ফেসবুকে কী ঘটছে সেটা নিয়ে আলোচনা করছিল। আমি তাকে এসব না বলে কোরআন হাদিস থেকে কথা বলার অনুরোধ করেছি। আমি তার কাছ থেকে মাইক ও মোবাইল ফোন কেড়ে নেয়নি।’
এ বিষয়ে ঢাকায় অবস্থানরত মসজিদ কমিটির সভাপতি রবিউল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি ইতিমধ্যে জেনেছি। যারা ইমামের সঙ্গে অশোভন আচরণ করেছেন, তাঁরা ক্ষমতাসীন দলের লোক। ইমাম সাহেব স্বেচ্ছায় চাকরি ছেড়ে না দিয়ে আমাদের সিদ্ধান্তের অপেক্ষা করতে পারতেন। যেহেতু এখন বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে চাচ্ছি না। তবুও ফেনী এসে কমিটির লোকদের নিয়ে বসে পরবর্তী সিদ্ধান্ত নিব।’
ফরহাদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু বলেন, ‘বিষয়টি আমাকে জানায়নি। আপনার কাছে জানতে পারলাম। বিস্তারিত জেনে এ বিষয়ে করণীয় পদক্ষেপ নেওয়া হবে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩৪ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে