নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ ও চট্টগ্রাম–১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর মাঝে ফুল বিনিময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।
জানা গেছে, থানায় গিয়ে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সঙ্গে মিষ্টিও ছিল। গত শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর খুলশী থানায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্য হয়ে থানায় গিয়ে ওসিকে ফুল দিতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।
এ নিয়ে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ বিষয়টি পোস্ট দেন। পরে তা সরিয়েও নেন।
পোস্টটিতে ওসি লিখেছিলেন, ‘তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।’
সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নির্বাচনী এলাকা পটিয়া। এই আসনে তিনি সাবেক হুইপ সামশুল হক চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ শনিবার (২৭ জানুয়ারি) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা (পত্রিকা) যা পারে লেখুক।’
এ বিষয়ে সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে লেখালেখি করার কী আছে? আমি যাইনি থানায়।’
ওসি শেখ নেয়ামত উল্লাহ একসময় পটিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি যোগ দিয়েছেন খুলশী থানায়।
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ ও চট্টগ্রাম–১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর মাঝে ফুল বিনিময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।
জানা গেছে, থানায় গিয়ে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সঙ্গে মিষ্টিও ছিল। গত শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর খুলশী থানায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্য হয়ে থানায় গিয়ে ওসিকে ফুল দিতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।
এ নিয়ে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ বিষয়টি পোস্ট দেন। পরে তা সরিয়েও নেন।
পোস্টটিতে ওসি লিখেছিলেন, ‘তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।’
সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নির্বাচনী এলাকা পটিয়া। এই আসনে তিনি সাবেক হুইপ সামশুল হক চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ শনিবার (২৭ জানুয়ারি) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা (পত্রিকা) যা পারে লেখুক।’
এ বিষয়ে সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে লেখালেখি করার কী আছে? আমি যাইনি থানায়।’
ওসি শেখ নেয়ামত উল্লাহ একসময় পটিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি যোগ দিয়েছেন খুলশী থানায়।
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
১ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
১ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে