কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেল। চলতি বছরের ২২ নভেম্বরের এ ঘটনায় তাঁর সহযোগী হরিপদ সাহাও গুলিবিদ্ধ হয়ে মারা যান।
হরিপদ সাহার শেষকৃত্যের সময়ও তাঁর মা শতবর্ষী রেনুবালা (১০৩) জানতেন না তাঁর ছেলে হরিপদ আর নেই। হরিপদ ছিলেন রেনু বালার দেখাশোনা করার একমাত্র অবলম্বন। আস্তে আস্তে রেনুবালা তাঁর ছেলে হরিপদের অভাব বুঝতে পারেন। পরে নিশ্চিত হলেন হরিপদ আর নেই। সেই পুত্র শোকে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া নিজ বাসস্থানে মারা যান হরিপদের মা রেনুবালা। নিহত হরিপদের বোন বুলু সাহা বিষয়টি জানান।
তিনি বলেন, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরীর টিক্কারচর শ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে। রেনুবালার ছয় মেয়ে ও এক ছেলে। হরিপদ ছিলেন সবার ছোট। পাঁচ মাস আগে হরিপদের স্ত্রী হৃদ্রোগে মারা যান। আর তাঁর মৃত্যুর শোকে তাঁর মা দুই সপ্তাহের মাথায় মারা যান। মায়ের সেবা-যত্ন নিঃসন্তান হরিপদই করতেন।
শ্রী শ্রী লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার সাহা বলেন, হরিপদ তার মা রেনু বালার সকল দেখাশোনা করতেন। সে মারা যাওয়ার পর তাঁর বোনেরা স্বামীর বাড়ি থেকে এসে দেখাশোনা করত। তাঁরা ভালোভাবে সময় দিতে পারত না।
নিহত হরিপদের বোন বুলু বলেন, কাউন্সিলর সোহেলকে যেদিন হত্যা করেছে সেই দিনই আমার ভাই হরিপদ নিহত হয়। আর আমার ভাইয়ের মৃত্যুর শোকেই আমার মাও মারা গিয়েছে।
প্রসঙ্গত, কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেল। চলতি বছরের ২২ নভেম্বরের এ ঘটনায় তাঁর সহযোগী হরিপদ সাহাও গুলিবিদ্ধ হয়ে মারা যান।
হরিপদ সাহার শেষকৃত্যের সময়ও তাঁর মা শতবর্ষী রেনুবালা (১০৩) জানতেন না তাঁর ছেলে হরিপদ আর নেই। হরিপদ ছিলেন রেনু বালার দেখাশোনা করার একমাত্র অবলম্বন। আস্তে আস্তে রেনুবালা তাঁর ছেলে হরিপদের অভাব বুঝতে পারেন। পরে নিশ্চিত হলেন হরিপদ আর নেই। সেই পুত্র শোকে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া নিজ বাসস্থানে মারা যান হরিপদের মা রেনুবালা। নিহত হরিপদের বোন বুলু সাহা বিষয়টি জানান।
তিনি বলেন, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরীর টিক্কারচর শ্মশানে তাঁর শেষকৃত্য হয়েছে। রেনুবালার ছয় মেয়ে ও এক ছেলে। হরিপদ ছিলেন সবার ছোট। পাঁচ মাস আগে হরিপদের স্ত্রী হৃদ্রোগে মারা যান। আর তাঁর মৃত্যুর শোকে তাঁর মা দুই সপ্তাহের মাথায় মারা যান। মায়ের সেবা-যত্ন নিঃসন্তান হরিপদই করতেন।
শ্রী শ্রী লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার সাহা বলেন, হরিপদ তার মা রেনু বালার সকল দেখাশোনা করতেন। সে মারা যাওয়ার পর তাঁর বোনেরা স্বামীর বাড়ি থেকে এসে দেখাশোনা করত। তাঁরা ভালোভাবে সময় দিতে পারত না।
নিহত হরিপদের বোন বুলু বলেন, কাউন্সিলর সোহেলকে যেদিন হত্যা করেছে সেই দিনই আমার ভাই হরিপদ নিহত হয়। আর আমার ভাইয়ের মৃত্যুর শোকেই আমার মাও মারা গিয়েছে।
প্রসঙ্গত, কাউন্সিলর সোহেল হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
২ ঘণ্টা আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
৩ ঘণ্টা আগে