Ajker Patrika

নোয়াখালীতে শিশু জিসান হত্যায় ২ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে শিশু জিসান হত্যায় ২ জনের যাবজ্জীবন

নোয়াখালীর বেগমগঞ্জে শিশু মেহেরাজ হোসেন জিসানকে অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের পৃথক ধারায় ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুরুল আমিনের ছেলে আবদুর রহিম রনি (২১) ও একই গ্রামের সহিদ উল্যার ছেলে সালমান হোসেন শিবলু (২২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, শিশু জিসান (৭) জিরতলী কাশেম উলুম মাদ্রাসার দ্বিতীয় জামাতের ছাত্র ছিল। গত ২০১৯ সালের ২১ মার্চ দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আসামিরা জিসানকে জানায় তার মা অসুস্থ। এ কথা বলে আসামিরা জিসানকে অপহরণ করে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাদাতপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। 

ওই দিন সন্ধ্যায় জিসানকে পরনের জামা–কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মৃতদেহ অর্ধেক মাটিতে পুঁতে রেখে নিহতের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ঘটনার দু’দিন পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরে পুলিশ রনি ও শিবলুকে গ্রেপ্তার করে এবং আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র প্রদান করে। এ মামলায় আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি (পিপি) মামুনুর রশীদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রনি নিহত জিসানের দূর সম্পর্কের চাচা হয়। মূলত আসামিরা স্মার্টফোন ক্রয় করার জন্য শিশু জিসানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য। কিন্তু মুক্তিপণ পাওয়ার আগেই আসামিরা জিসানকে হত্যা করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত