Ajker Patrika

দাগনভূঞায় ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা আদায় 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
দাগনভূঞায় ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা আদায় 

ফেনীর দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নে সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি। 

আদালত সূত্রে জানা যায়, আজ সকালে জায়লস্কর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় চিলড্রেন গার্ডেন কিন্ডারগার্টেন, সিলোনিয়া মডেল মাদ্রাসা ও রঈছা রহমানিয়া দারুল কোরআন মাদ্রাসা এ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সারি/নুরানি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস করতে দেখা যায়। সরকারি নির্দেশ অমান্য করায় ওই তিনটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ১০ হাজার, ৮ হাজার ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি গাজালা পারভীন রুহি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে ওই সমস্ত প্রতিষ্ঠানের প্রধানেরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখেন। এ জন্য তিনটি প্রতিষ্ঠান থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

গাজালা পারভীন রুহি আরও বলেন, এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা সরকারি নির্দেশ মেনে চলবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত