Ajker Patrika

চট্টগ্রামে ডাকাত ধরতে গিয়ে থানা থেকে লুট হওয়া ১৬টি গুলি উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
উদ্ধার করা গুলি। ছবি: সংগৃহীত
উদ্ধার করা গুলি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে থানা থেকে লুট হওয়া ১৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে নগরীর ডবলমুরিংয়ের ঝরনাপাড়া ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব গুলি উদ্ধার করে।

আজ রোববার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহলাদ ইবনে জামিল।

আহলাদ ইবনে জামিল বলেন, ‘আমরা শাহজালাল নামে এক ডাকাতকে ধরতে অভিযানে গিয়েছিলাম। কিন্তু পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। পরে তাঁর আস্তানার মধ্যে থাকা একটি শপিং ব্যাগ থেকে সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় জব্দ করি।’

অভিযানে আরও এক রাউন্ড কার্তুজ, একটি কিরিচ, একটি টিপ ছোরা, একটি ছুরি, একটি চায়নিজ কুড়াল, একটি হাতুড়ি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গুলিগুলো প্রশাসনিক ব্যবহারের জন্য নির্ধারিত, যা কোনো থানা থেকে লুট করা হয়েছিল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন লোকজন। সে সময় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পাশাপাশি নগরের থানা থেকে লুট করা হয় অস্ত্র-গুলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত