Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: লক্ষ্মীপুরে সাবেক এমপিসহ ৭৭ জনের নামে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
গোলাম ফারুক পিংকু-সালাহ উদ্দিন টিপু। ছবি: সংগৃহীত
গোলাম ফারুক পিংকু-সালাহ উদ্দিন টিপু। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-গুলিবর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। ১৫ জানুয়ারি মামলা করা হলেও আজ সোমবার থানায় এটি রেকর্ড হয়। মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ ৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল মতিন, তিনি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের আবদুল হাকিমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, তার ভাই এ এস এম বিপ্লব ও আনোয়ার শাহাদাত শিবলু, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, বায়েজিদ ভুঁইয়া, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন লোটাস, শেবাব নেওয়াজ, কাজী মামুনুর রশিদ বাবলু, আবু তালেব, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী প্রমুখ।

এজাহারে বাদী জানান, ৪ আগস্ট সকালে শহরের উত্তর তেমুহনী বাসস্ট্যান্ড এলাকায় প্রধান আসামি পিংকুর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে লক্ষ্য করে আসামিরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে।

এ সময় প্রধান আসামির রাইফেল থেকে ছোড়া তিনটি গুলি মতিনের পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান টিপুর ছোড়া দুটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়।

এ ছাড়া এলোপাতাড়ি গুলিতে ৭০-৮০ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হন। অনেকে পঙ্গুত্ববরণ করেন। হামলাকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়।

বাদী আবদুল মতিন বলেন, ‘হামলা ও গুলিতে আমি নিজেও আহত হয়েছি। তাই বিচারের আশায় থানায় মামলা করি। কিন্তু উল্লেখযোগ্য আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তবে অনেক আসামি সম্পর্কে আমার পুরোপুরি জানা নেই।’

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. হুমায়ুন বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত